ফোন চলবে সুপারকম্পিউটারের মতো, iQOO Neo 8 Pro লঞ্চ হল 16 জিবি র‌্যাম ও 1 টিবি স্টোরেজের সাথে

iQOO সম্প্রতি চীনের বাজারে Neo 8-সিরিজের একটি নয়া স্মার্টফোন সিরিজ লঞ্চ করে। নবাগত এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল আত্মপ্রকাশ করে, যথা – Snapdragon 8+…

iQOO সম্প্রতি চীনের বাজারে Neo 8-সিরিজের একটি নয়া স্মার্টফোন সিরিজ লঞ্চ করে। নবাগত এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল আত্মপ্রকাশ করে, যথা – Snapdragon 8+ Gen 1 চিপসেট চালিত iQOO Neo 8 এবং Dimensity 9200+ প্রসেসর সহ আসা iQOO Neo 8 Pro। উভয় ডিভাইসকেই সর্বাধিক ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের সাথে নিয়ে আসা হয়ে। আবার ব্র্যান্ডটিকে তাদের এই নতুন সিরিজের শুধুমাত্র ‘Pro’ মডেলের জন্য ১৬ জিবি র‌্যাম + ১ টেরাবাইট স্টোরেজ যুক্ত একটি টপ-এন্ড ভ্যারিয়েন্ট লঞ্চ করতে দেখা গেল।

নয়া iQOO Neo 8 Pro মডেলটি ফ্ল্যাগশিপ-লেভেল প্রসেসর সহ একাধিক প্রিমিয়াম ফিচার অফার করে থাকে। যার দরুন এটি দারুন ভাবে টেক-প্রেমীদের নজর কেড়েছে। কিন্তু এখন আরেকটি বিশেষত্বের জন্য ডিভাইসটি বিশেষ জনপ্রিয়তা পাবে বলে মনে হচ্ছে। আসলে, এই প্রথমবার iQOO তাদের লাইনআপের কোনো ডিভাইসে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বিকল্প অফার করছে। অধিক স্টোরেজ ফোনের পারফরম্যান্স আরো দ্রুত করতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।

iQOO Neo 8 Pro স্মার্টফোনের নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম

আইকো নিও ৮ প্রো স্মার্টফোনের নতুন ১৬ জিবি র‌্যাম + ১ টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম চীনের বাজারে ৩,৬৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৪৩,৪০০ টাকা) রাখা হয়েছে। চলুন এবার ডিভাইসটির ফিচার সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

iQOO Neo 8 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

আইকো নিও ৮ প্রো স্মার্টফোনে রয়েছে ৬.৭৮-ইঞ্চির ১.৫কে (২৮০০x১২৬০ পিক্সেল) AMOLED ডিসপ্লে, যা ১০:৯ এসপেক্ট রেশিও, ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ৯২.৯% স্ক্রিন-টু-বডি রেশিও এবং HDR প্রযুক্তি সমর্থন করে। এই ডিসপ্লে ফ্ল্যাট ডিজাইনের এবং এর উপরিভাগের ঠিক মধ্যিখানে হোল-পাঞ্চ কাটআউট বিদ্যমান। উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য সিরিজের এই ‘প্রো’ মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০+ প্রসেসর, ইমমর্টালিস-জি৭১৫ জিপিইউ এবং ভিভো ভি১+ (Vivo V1+) ইমেজ সিগন্যাল প্রসেসর সহ ইচ্ছে। এই হার্ডওয়্যার সংমিশ্রণটি হাই-পারফরম্যান্স গেমিং সহজে পরিচালনা করতে সাহায্য করবে। আলোচ্য ফোনের চীনা সংস্করণটি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক অরিজিন ওএস ৩.০ কাস্টম স্কিনে রান করে। এতে ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র‌্যাম এবং সর্বাধিক ১ টেরাবাইট UFS 4.0 স্টোরেজ পাওয়া যাবে।

ক্যামেরা বিভাগের কথা বললে, নয়া iQOO Neo 8 Pro ফোনের পিছনে ডুয়াল-ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX866V প্রাইমারি সেন্সর এবং এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স৷ আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, নিরাপত্তার জন্য এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে এবং দুর্দান্ত অডিও কোয়ালিটির জন্য মিলবে ডুয়াল স্পিকার সিস্টেম। ফোনটির কানেক্টিভিটি বিকল্পের মধ্যে সামিল রয়েছে – ওয়াই-ফাই ৭ এবং ব্লুটুথ ৫.৩। পরিশেষে iQOO Neo 8 Pro স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, ১২০ হার্টজ ফাস্ট চার্জিং সমর্থন করে। তবে এই হ্যান্ডসেটে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সমর্থন পাওয়া যাবে না।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন