নতুন বছরে বিরাট চমক, iQOO Neo 9 Pro ভারতে আসছে, সাপোর্ট করবে 120W চার্জিং

গত মাসে, আইকো ভারত এবং এশিয়ার কিছু দেশে iQOO 12 ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি উন্মোচন করেছে। গতকালই, ব্র্যান্ড নিশ্চিত করেছে যে তারা শীঘ্রই ভারতে একটি Neo-ব্র্যান্ডেড স্মার্টফোন…

গত মাসে, আইকো ভারত এবং এশিয়ার কিছু দেশে iQOO 12 ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি উন্মোচন করেছে। গতকালই, ব্র্যান্ড নিশ্চিত করেছে যে তারা শীঘ্রই ভারতে একটি Neo-ব্র্যান্ডেড স্মার্টফোন লঞ্চ করবে। আর এখন ব্র্যান্ডটি একটি নতুন টিজার প্রকাশ করে নিশ্চিত করেছে যে iQOO Neo 9 Pro আগামী মাসে, অর্থাৎ ফেব্রুয়ারিতে ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে। চলুন Neo 9 Pro-এর আসন্ন ইন্ডিয়া লঞ্চ সম্পর্কে ঠিক কি কি তথ্য সামনে এসেছে, বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iQOO Neo 9 Pro ভারতে লঞ্চ হবে আগামী মাসেই

আইকো নিও ৯ প্রো-এর টিজারটি ফেব্রুয়ারি মাসে লঞ্চের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি ফোনটির ব্যাক প্যানেলের আকষর্ণীয় লাল-সাদা ডুয়েল-টোন ডিজাইনটিও প্রদর্শন করেছে। ব্র্যান্ড যদিও এখনও ডিভাইসটির স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে ডিসেম্বরে মাসে চীনে যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট সহ আইকো নিও ৯ এবং নিও ৯ প্রো লঞ্চ হয়েছে। স্ট্যান্ডার্ড নিও ৯ ভারতে আইকো নিও ৯ প্রো হিসেবে রিব্র্যান্ড করা হবে বলে শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, বিশ্ববাজারে আইকো নিও ৯ প্রো ভ্যারিয়েন্টের আগমন ইঙ্গিত দেয় যে এর সাথে একটি নন-প্রো মডেলও থাকতে পারে। তবে এখনও পর্যন্ত স্ট্যান্ডার্ড আইকো নিও ৯-এর গ্লোবাল মডেল সম্পর্কে কোনও তথ্য উপলব্ধ নেই। আসুন আপাতত নিও ৯ প্রো-এর গ্লোবাল ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে কি কি তথ্য জানা গেছে, দেখে নেওয়া যাক।

iQOO Neo 9 Pro-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

iQOO Neo 9 Pro-এ ৬.৭৮ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ১.৫কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে। এই Qualcomm Snapdragon 8 Gen 2-চালিত ফোন ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে বাজারে আসতে পারে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ (FunTouch OS 14) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, iQOO Neo 9 Pro-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স সমন্বিত ডুয়েল ক্যামেরা সিস্টেম থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, iQOO Neo 9 Pro-তে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট বড় ৫,১৬০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে। এছাড়াও, এই আইকো ফোনটিতে একটি আইআর (IR) ব্লাস্টার এবং ডুয়েল স্টেরিও স্পিকার অন্তর্ভুক্ত থাকবে। গত প্রজন্মের iQOO Neo 7 Pro-এর দাম বিবেচনা করে, মনে করা হচ্ছে যে Neo 9 Pro-এর দাম ভারতে প্রায় ৩৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে থাকতে পারে৷