OnePlus 12-এর আগেই ভারতে আসছে iQOO Neo 9 Pro, ফিচার্স গুনে শেষ করা যাবে না

ভিভো (Vivo)-অধীনস্থ ব্র্যান্ড আইকো গত মাসে ভারতে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দিয়ে iQOO 12 5G লঞ্চ করেছে।...
Ananya Sarkar 16 Jan 2024 7:07 PM IST

ভিভো (Vivo)-অধীনস্থ ব্র্যান্ড আইকো গত মাসে ভারতে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দিয়ে iQOO 12 5G লঞ্চ করেছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির লঞ্চের রেশ না কাটতেই এদেশে iQOO Neo 9 Pro-এর আগমন নিয়ে জল্পনা শুরু হয়েছিল। ব্র্যান্ডটি অবশেষে ঘোষণা করেছে যে, iQOO Neo 9 Pro ভারতে আগামী ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। চলুন জেনে নেওয়া যাক iQOO Neo 9 Pro-এর ভারতীয় মডেলটি কি কি অফার করতে চলেছে।

iQOO Neo 9 Pro আগামী সপ্তাহেই আসছে ভারতের বাজারে

চীনের বাজারে গত ডিসেম্বরে যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট চালিত আইকো নিও ৯ এবং আইকো নিও ৯ প্রো উন্মোচিত হয়েছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভারতে লঞ্চ হতে চলা আইকো নিও ৯ প্রো আসলে চীনে উপলব্ধ আইকো নিও ৯-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে।

ভারতে iQOO Neo 9 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আইকো নিও ৯ প্রো ভারতে ৬.৭৮ ইঞ্চির ওলেড ডিসপ্লে সহ আসবে বলে আশা করা হচ্ছে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহৃত হবে, যা সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত থাকতে পারে। আইকো নিও ৯ প্রো অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ সফটওয়্যারে রান করবে। নিরাপত্তার জন্য, এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, iQOO Neo 9 Pro-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহায়ক ৫০ মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ফোনের সামনে সম্ভবত একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,১৬০ এমএএইচ ব্যাটারি অফার করবে। এতে ডুয়েল স্পিকার এবং একটি আইআর ব্লাস্টার অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

ভারতে iQOO Neo 9 Pro-এর দাম (সম্ভাব্য)

ভারতের বাজারে, iQOO Neo 9 Pro ফোনটি আসন্ন OnePlus 12R-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে। ওয়ানপ্লাসের এই ফোনটিও Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট দ্বারা চালিত হবে। বর্তমানে, Neo 9 Pro-এর দাম সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। তবে, এদেশে দাম প্রায় ৪০,০০০ টাকার কাছাকাছি থাকতে পারে।

Show Full Article
Next Story