OnePlus 12R কে টেক্কা দিতে আজ ভারতে লঞ্চ হচ্ছে iQOO Neo 9 Pro, কি খাস ফিচার থাকবে

iQOO আজ ভারতে তাদের প্রিমিয়াম মিড-রেঞ্জ iQOO Neo 9 Pro স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। iQOO এর এই স্মার্টফোনটি OnePlus 12R...
techgup 22 Feb 2024 12:50 PM IST

iQOO আজ ভারতে তাদের প্রিমিয়াম মিড-রেঞ্জ iQOO Neo 9 Pro স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। iQOO এর এই স্মার্টফোনটি OnePlus 12R কে কঠিন প্রতিযোগিতা দেবে, কারণ এটি কম দামে ওয়ানপ্লাসের নতুন ফোনের মতো ফিচার সরবরাহ করতে চলেছে। আসুন iQOO Neo 9 Pro সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

iQOO Neo 9 Pro দাম (প্রত্যাশিত)

টিপস্টার মুকুল শর্মার দাবি অনুযায়ী, iQOO Neo 9 Pro এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ৩৭,৯৯৯ টাকা। তবে ব্যাঙ্ক অফারে ৩,০০০ টাকা অতিরিক্ত ছাড় মিলবে। যার পরে ক্রেতারা ৩৪,৯৯৯ টাকায় স্মার্টফোনটি কিনতে পারবেন।

iQOO Neo 9 Pro এর লঞ্চ ইভেন্ট কোথায় দেখবেন?

iQOO Neo 9 Pro এর লঞ্চ ইভেন্টটি আজ দুপুর ১২টায় শুরু হবে এবং iQOO ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই ইভেন্ট লাইভ দেখা যাবে। 
 
iQOO Neo 9 Pro এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

ভারতে লঞ্চের আগে, iQOO ইতিমধ্যে তাদের আসন্ন প্রিমিয়াম মিড-রেঞ্জের স্মার্টফোনের ক্যামেরা, প্রসেসর সহ বিভিন্ন তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে। আর ক্যামেরার কথা বললে, এতে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল আইএমএক্স ৯২০ প্রাথমিক সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা থাকবে।

iQOO সম্প্রতি নিশ্চিত করেছে যে iQOO Neo 9 Pro ফোনটি OnePlus 12R এর মতো ৩ বছরের ওএস আপডেট এবং ৪ বছরের সুরক্ষা প্যাচ সরবরাহ করবে। আর ডিভাইসটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৫,১৬০ এমএএইচ ব্যাটারি সহ আসবে।

Show Full Article
Next Story