1000 টাকা ছাড়, সঙ্গে 2 বছর ওয়ারেন্টি, নয়া ফোনে অভাবনীয় সুযোগ-সুবিধা দিচ্ছে iQOO

গত ডিসেম্বরে চীনে লঞ্চ হওয়ার পর, iQOO Neo 9 Pro আগামী ২২ ফেব্রুয়ারি ভারতে আসতে চলেছে। এটি iQOO Neo 7 Pro-এর উত্তরসূরি...
Ananya Sarkar 3 Feb 2024 1:36 PM IST

গত ডিসেম্বরে চীনে লঞ্চ হওয়ার পর, iQOO Neo 9 Pro আগামী ২২ ফেব্রুয়ারি ভারতে আসতে চলেছে। এটি iQOO Neo 7 Pro-এর উত্তরসূরি হবে, যা জুলাই মাসে লঞ্চ হয়েছিল। ব্র্যান্ডটি স্মার্টফোনটির জন্য প্রোমোশনাল টিজার প্রকাশ করতে শুরু করেছে। আর এখন এই সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটির জন্য প্রি-বুকিং অফার ঘোষণা করেছে আইকো, যা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

iQOO Neo 9 Pro-এর প্রি অর্ডার শুরু হচ্ছে আগামী সপ্তাহেই

আইকো নিও ৯ প্রো ফোনটিকে ১,০০০ টাকা রিফান্ডেবল ফি দিয়ে অ্যামাজন (Amazon) বা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রি-বুক করা যাবে। তবে আগ্রহী ক্রেতাদের জানিয়ে রাখি, আইকো ফোনগুলির প্রি-বুক স্টকগুলি সীমিত এবং এগুলি ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ পরিষেবার ভিত্তিতে উপলব্ধ হবে৷ যারা প্রি-বুকিং করবেন তারা বিশেষ কিছু সুবিধা পাবেন, যার মধ্যে স্মার্টফোনে অতিরিক্ত ১,০০০ টাকা ছাড় ও আরও এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি রয়েছে। ফলে প্রি-বুক করা স্মার্টফোনের সাথে জন্য দুই বছরের ওয়ারেন্টি মিলবে।

iQOO Neo 9 Pro কিভাবে প্রি-বুক করবেন?

আইকো নিশ্চিত করেছে যে, গ্রাহকরা যারা ডিভাইসটি প্রি-বুক করেছেন তারাও এক্সক্লুসিভ লঞ্চ-ডে অফারের জন্য যোগ্য হবেন। লঞ্চ ডে অফারের মধ্যে ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, নো-কস্ট ইএমআই (EMI) এবং একটি অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস অন্তর্ভুক্ত থাকবে। অ্যামাজন ইন্ডিয়ার প্ল্যাটফর্মে আইকো নিও ৯ প্রো স্মার্টফোনটি প্রি-বুক করার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে৷ এগুলি হল -

১. অ্যামাজনে উপলব্ধ iQOO Neo 9 Pro-এর প্রোডাক্ট পেজের "প্রি-বুক নাও" বাটনে ক্লিক করতে হবে।

২. অ্যামাজন পে (Amazon Pay) ওয়ালেট ব্যবহার করে ১,০০০ টাকা দিয়ে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। ক্রেতারা একাধিক সিস্টেম ব্যবহার করে তাদের অ্যামাজন পে ওয়ালেটে অর্থ প্রদান করতে পারেন।

৩. পেমেন্ট হয়ে গেলে, এই বিষয়ে কনফার্মেশন দেখানো হবে।

Show Full Article
Next Story