iQOO Neo 9S Pro: ফ্ল্যাগশিপ ফোন আনছে আইকো, লঞ্চ কবে, ফিচার্স কেমন, দেখে নিন

আইকো বেশকিছুদিন ধরে তাদের Neo সিরিজের পরবর্তী ডিভাইসের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছিল, যার নাম iQOO Neo 9S Pro। ফোনটির...
Ananya Sarkar 15 May 2024 6:57 PM IST

আইকো বেশকিছুদিন ধরে তাদের Neo সিরিজের পরবর্তী ডিভাইসের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছিল, যার নাম iQOO Neo 9S Pro। ফোনটির সর্ম্পকে নানা তথ্যও ইতিমধ্যেই সামনে এসেছে। আর এখন অবশেষে ব্র্যান্ডের তরফে আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির লঞ্চের তারিখ নিশ্চিত করেছে আইকো। iQOO Neo 9S Pro আগামী সপ্তাহেই চীনা বাজারে পা রাখবে। আনুষ্ঠানিক লঞ্চের আগে চলুন জেনে নেওয়া যাক এই আইকো ফোনটির সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে।

iQOO Neo 9S Pro বাজারে আসছে আগামী সপ্তাহেই

আইকো নিও ৯এস প্রো ফোনটি আগামী ২০ মে চীনা বাজারে আত্মপ্রকাশ করবে বলে ঘোষণা করা হয়েছে। অফিসিয়াল টিজারে কোম্পানি নিশ্চিত করেছে যে এই হাই-এন্ড ডিভাইসটিতে ফ্ল্যাগশিপ গ্রেডের নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসরটি ব্যবহার করা হবে। ডিজাইনের দিক থেকে, আসন্ন ফোনটিকে আইকো নিও ৯ প্রো-এর মতোই দেখতে হবে বলে মনে করা হচ্ছে। তবে, আইকো নিও ৯এস প্রো একটি নতুন সাদা এবং সবুজ রঙের বিকল্পে আসবে। এর মধ্যে গ্রীন কালার অপশনটিকে একটি টেক্সচার্ড ব্যাক প্যানেলের সাথে দেখা যেতে পারে।

এখন পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, আইকো নিও ৯এস প্রো ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন, এইচডিআর১০+ সাপোর্ট সহ লম্বা ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত ফোনটিতে সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি ইন-বিল্ট স্টোরেজ মিলবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ভিত্তিক অরিজিনওএস ৪.০ (OriginOS 4.0) কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য, আইকো নিও ৯এস প্রো ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 9S Pro বড় ৫,১৬০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে ৷ ফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ইনফ্রারেড সেন্সর, এনএফসি, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং হ্যাপটিক্সের জন্য এক্স-অ্যাক্সিস লিনিয়ার ভাইব্রেশন মোটর। ব্র্যান্ডটি ‘iQOO x NBA’ কোলাবরেশনের গিফ্ট বক্সও বাজারে আনবে বলে জানিয়েছেন, যা লঞ্চ ইভেন্টের সময়ই উন্মোচন করা হবে। আর বিশেষ কাস্টম বাক্সে ফোনের জন্য একটি কাস্টম ব্যাক কভার, পপ সকেট এবং একটি বোতল থাকতে পারে।

Show Full Article
Next Story