সেরা ফিচার্স নিয়ে লঞ্চ হল iQOO Neo 9S Pro+, রয়েছে দুর্ধর্ষ প্রসেসর এবং ক্যামেরা
আইকো চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে তারা টিডব্লিউএস ইয়ারবাডস ও স্মার্টওয়াচের পাশাপাশি নতুন স্মার্টফোন...আইকো চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে তারা টিডব্লিউএস ইয়ারবাডস ও স্মার্টওয়াচের পাশাপাশি নতুন স্মার্টফোন সামনে এনেছে। এই লেটেস্ট ফোনটির নাম আইকো নিও ৯এস প্রো+, এবং এটি আইকো নিও ৯ সিরিজের চতুর্থ মডেল। ফোনটির সবচেয়ে বড় চমক ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন প্রসেসর। এছাড়াও, দুর্ধর্ষ সব ফিচার্স রয়েছে এতে।
আইকো নিও ৯এস প্রো+ স্পেসিফিকেশন ও ফিচার্স
এই ফোনের সামনে ১.৫কে রেজোলিউশনের ৬.৭৮ ইঞ্চি ওলেড ডিসপ্লে রয়েছে, যা ১,৪০০ নিটস পিক ব্রাইটনেস ও ১৪৪ হার্টজ এলটিপিও রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটির স্ক্রিনে থ্রিডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বর্তমান। ফোনটিতে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ মিলবে। স্টোরেজ অপশন মোট পাঁচটি।
আইকো নিও ৯এস প্রো+ মডেলে উন্নত গেমিং এক্সপিরিয়েন্সের জন্য আলাদা চিপসেট রয়েছে। সঙ্গে মিলবে ভিসি কুলিং সিস্টেম। ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। ব্যাক ক্যামেরা ৮কে ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করে।
আইকোর এই নতুন প্রিমিয়াম ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এতে অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর অরিজিনওএস ৪ কাস্টম স্কিন প্রি-ইনস্টলড। কপিরাইটিং, স্ক্রিন রিকগনিশন, মিটিং রেকর্ড অ্যাসিস্ট্যান্টের মতো এআই ফিচার পেয়েছে এটি।
আইকো নিও ৯এস প্রো+ দাম
চীনে আইকো নিও ৯এস প্রো+ স্মার্টফোনের বেস ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯৯৯ ইউয়ান রাখা হয়েছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৪,৫০০ টাকার সমান। এছাড়া, টপ-এন্ড ১৬ জিবি + ১ টিবি স্টোরেজ অপশনের মূল্য ৪,০৯৯ ইউয়ান (৪৭,০০০ টাকা)। ফোনটি ভারতে কবে আসবে সেটা নিয়ে সংস্থা কিছু বলেনি।