শুরু হল iQOO Days সেল, ফ্ল্যাগশিপ থেকে বাজেট ফোন সবই পাবেন অফারে, বাঁচবে 23,000 টাকা অবধি
4th June: জুন মাস পড়তেই অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি বিভিন্ন স্মার্টফোনের ওপর সাশ্রয়ী অফার দিচ্ছে। এই পরিস্থিতিতে...4th June: জুন মাস পড়তেই অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি বিভিন্ন স্মার্টফোনের ওপর সাশ্রয়ী অফার দিচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের বাজারের ক্রমবর্ধনশীল ব্র্যান্ড iQOO আজ ৪ঠা জুন তার বিশেষ 'iQOO Quest Days' সেলের ঘোষণা করল। এই বিক্রয়পর্বে চীন-ভিত্তিক কোম্পানিটি iQOO 12, iQOO Neo 9 Pro, iQOO Z9 সিরিজসহ আরও অনেক হ্যান্ডসেটে বিশাল ছাড় দেবে। শুধু তাই নয়, এক্ষেত্রে সম্প্রতি লঞ্চ হওয়া iQOO Z9x মোবাইল ফোনও সস্তায় পাওয়া যাবে। আসুন, এখন একনজরে দেখে নিই 'iQOO Quest Days' সেলের কিছু মূল অফার ও হাইলাইট।
iQOO Quest Days Sale ও কিছু কথা
'iQOO Quest Days' সেল এই ৪ঠা জুন থেকে অ্যামাজন ইন্ডিয়ায় (Amazon India) লাইভ হয়েছে, যা চলবে আগামী ১০ই জুন পর্যন্ত। এই সেলে ব্র্যান্ডের কোনো ফোন কিনলে ক্রেতারা ২৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। অন্যদিকে এইচডিএফসি (HDFC) এবং আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ডে পেমেন্টে ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টও দেবে সংস্থা। উপরন্তু, চাইলে ৯ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআইয়ের সুবিধা কাজে লাগানো যেতে পারে।
iQOO Quest Days Sale: কোন ফোনে কত ছাড় পাবেন?
– আইকো কোয়েস্ট ডেজ সেলে iQOO 12 ফোনে ৩,০০০ টাকা ছাড় মিলবে, যার ফলে এটি ৫২,৯৯৯ টাকায় লঞ্চ হলেও এখন ৪৯,৯৯৯ টাকায় কেনা যাবে।
– সেল চলাকালীন iQOO Z9 5G, iQOO Z7 Pro এবং iQOO Neo 9 Pro মডেলে ২,০০০ টাকা ছাড় থাকবে। এগুলির দাম পড়বে যথাক্রমে ১৭,৯৯৯ টাকা, ২০,৯৯৯ টাকা এবং ৩২,৯৯৯ টাকা।
– iQOO Neo 9 Pro-এর ক্রেতারা ৪,০০০ টাকার এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন, তবে এক্ষেত্রে ব্যাঙ্ক অফার কাজে লাগানো যাবেনা। অন্যদিকে কোম্পানি iQOO 11 কেনার ক্ষেত্রে ৮,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেবে।