7,000 টাকা পর্যন্ত দাম কমলো জনপ্রিয় এই তিন স্মার্টফোনের, শুরু হল iQOO Quest Days সেল

আপনারা যারা নিজেদের জন্য সস্তায় একটি নতুন স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য আছে বিরাট সুখবর! আসলে আজ (১২ই সেপ্টেম্বর) থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon -এ শুরু…

আপনারা যারা নিজেদের জন্য সস্তায় একটি নতুন স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য আছে বিরাট সুখবর! আসলে আজ (১২ই সেপ্টেম্বর) থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon -এ শুরু হয়েছে iQOO Quest Days Sale। এই সেলটি আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। এই সময়ে iQOO ব্র্যান্ডিংয়ের একাধিক জনপ্রিয় এবং লেটেস্ট স্মার্টফোন ডিসকাউন্টের সাথে বিক্রি হবে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া ক্রেতারা ব্যাঙ্ক কার্ড অফার এবং কিস্তিতে টাকা শোধের জন্য ইএমআই বিকল্পের সুবিধাও পেয়ে যাবেন। চলুন iQOO Quest Days Sale -এ অফারের সাথে তালিকাভুক্ত স্মার্টফোনগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক।

iQOO Quest Days সেলের ব্যাঙ্ক পার্টনার

অ্যামাজনে সদ্য লাইভ হওয়ার আইকো কোয়েস্ট ডেজ সেলকে ICICI এবং HDFC ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে নিয়ে আসা হয়েছে। আলোচ্য দুটি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ধার্য মূল্যের উপর ৫,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্রেতারা।

Amazon -এ শুরু হল iQOO Quest Days Sale, দেখে নিন স্মার্টফোনের সাথে উপলব্ধ অফার

আইকো কোয়েস্ট ডেজ সেলে সদ্য লঞ্চ হওয়া iQOO Z7 Pro 5G স্মার্টফোনকে দুর্দান্ত অফারের সাথে বিক্রি করা হচ্ছে৷ এটিকে মাত্র ২১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। তবে নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে আলোচ্য মডেলটিকে কিনলে ফ্লাট ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আইকো ব্র্যান্ডিংয়ের এই লেটেস্ট হ্যান্ডসেটটি স্টাইল এবং পারফরম্যান্সের নিখুঁত সমন্বয় অফার করে। আবার এতে ৩ডি কার্ভড সুপার-ভিশন ডিসপ্লে আছে। এছাড়া হাই-কোয়ালিটির ছবি ও ভিডিও রেকর্ড করার জন্য OIS-সমর্থিত ৬৪ মেগাপিক্সেলের অরো লাইট প্রাইমারি রিয়ার ক্যামেরা উপলব্ধ।

অ্যামাজনে চলমান সেলে, iQOO Neo 7 Pro এবং iQOO Z7s 5G স্মার্টফোনের মতো ‘বেস্ট সেলিং’ হ্যান্ডসেটের সাথেও বিশেষ ডিল অফার করা হচ্ছে। iQOO Neo 7 Pro ফোনের দাম সাধারণত ৩৯,৯৯৯ টাকা। কিন্তু সেল লাইভ থাকাকালীন এটিকে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সহ মাত্র ৩২,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার ICICI এবং HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে এটিকে কিনলে আরো কিছুটা ছাড় পাওয়া যাবে। আলোচ্য হ্যান্ডসেটটি শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর এবং ১২০ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি অফার করে।

অন্যদিকে iQOO Z7s 5G স্মার্টফোনকে সেল থেকে ১৬,৯৯৯ টাকা খরচ করে কিনে নেওয়া যাবে। যদিও ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে আপনারা আরো কিছু বেশ টাকা সাশ্রয় করতে পারবেন। ফিচার হিসাবে এতে – AMOLED ডিসপ্লে এবং OIS-এনাবল ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা বিদ্যমান। জানিয়ে রাখি, উল্লেখিত দুটি ডিভাইসকেই ইএমআই বিকল্পের অধীনে কেনা যাবে।

এছাড়া iQOO Quest Days সেলের টপ ডিলের সাথে তালিকাভুক্ত অপর একটি মডেল হল iQOO Neo 7 5G। এর দাম মাত্র ২৬,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। তবে নির্বাচিত ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে এটিকে খরিদ করলে ধার্য মূল্যের উপর ফ্লাট ১,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া কিস্তিতে টাকা শোধ করতে চাইলে ইএমআই বিকল্পও উপলব্ধ। নিও-সিরিজের এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। এটি ১২০ ওয়াট ফ্ল্যাশ ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন