iQOO Z10 সিরিজে এবার 7000mAh ব্যাটারি, Turbo মডেল টেক্কা দেবে রেডমি ফোনকে

গিজমোচায়না তাদের রিপোর্টে জানিয়েছে, নতুন একটি লিক থেকে জানা গেছে যে iQOO Z10 সিরিজে কমপক্ষে দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে।

Suman Patra 27 Dec 2024 1:56 PM IST

আইকো শীঘ্রই চীনে iQOO Z9 Turbo Endurance Edition লঞ্চ করতে চলেছে। এর পর কোম্পানি iQOO Z10 সিরিজ আনবে। ব্র্যান্ডটি এই বছরের এপ্রিলে আইকো Z9x, আইকো Z9 এবং আইকো Z9 টার্বো লঞ্চ করেছিল। অনুমান করা হচ্ছে যে iQOO 10 সিরিজও সম্ভবত পরের বছর একই সময়ে আসবে। নয়া রিপোর্ট অনুযায়ী, এই সিরিজে 7000mAh ব্যাটারি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আসুন iQOO 10 সিরিজ সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে দেখে নেওয়া যাক।

iQOO Z10 সিরিজে প্রায় 7000mAh ব্যাটারি থাকবে

গিজমোচায়না তাদের রিপোর্টে জানিয়েছে, নতুন একটি লিক থেকে জানা গেছে যে iQOO Z10 সিরিজে কমপক্ষে দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে। এই মডেলগুলি ডাইমেনসিটি এবং স্ন্যাপড্রাগন চিপসেট সহ আসবে এবং এগুলিতে 7000mAh ব্যাটারি থাকবে।

এপ্রিলের শেষের দিকে লঞ্চ হতে পারে iQOO Z10 সিরিজ

রিপোর্টে যে স্ন্যাপড্রাগন মডেলের কথা বলা হয়েছে সেটি iQOO Z10 Turbo নামে আসতে পারে। এটি আসন্ন স্ন্যাপড্রাগন 8s এলিট চিপসেট দ্বারা চালিত হবে। এদিকে স্মার্ক পিকাচুও সম্প্রতি দাবি করেছে যে iQOO Z10 Turbo এপ্রিলের শেষের দিকে চীনে লঞ্চ হবে।

এই টার্বো মডেলে ফ্ল্যাট OLED প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে, যা 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট অফার করবে। ফটোগ্রাফির জন্য, এতে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকবে। কোম্পানিটি iQOO Z10 টার্বো মডেলে 7000mAh মডেলে সিলিকন ব্যাটারি দেবে। এটি 80W বা 90W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসতে পারে।

আইকো Z10 টার্বো Redmi Turbo 4 Pro এর সাথে প্রতিযোগিতা করবে বলে আশা করা হচ্ছে, যা স্ন্যাপড্রাগন 8s Elite চিপের সাথে আসবে। সিরিজের জেড 10 টার্বো এবং টার্বো 4 প্রো পারফরম্যান্স-চালিত ফোন হবে।

Show Full Article
Next Story