চার্জ শেষ হবে না, iQOO Z10 Turbo ফোনে 7000mAh ব্যাটারি সহ থাকবে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8s Elite
আইকো Z10 টার্বো স্মার্টফোনে অঘোষিত কোয়ালকম SM8734 চিপসেট থাকবে, এটি স্ন্যাপড্রাগন 8s Elite প্রসেসর হতে পারে। যেখানে আইকো Z9 টার্বো -তে স্ন্যাপড্রাগন 8s জেন 3 চিপসেট ছিল।
সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে Realme Neo 7 ফোন, যেখানে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এরপর থেকে শোনা যাচ্ছে আইকো, ওয়ানপ্লাস, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ড শীঘ্রই 7,000mAh ব্যাটারির স্মার্টফোন বাজারে আনতে চলেছে। এই ডিভাইসগুলি 2025 সালে লঞ্চ হবে। এদের মধ্যে একটি ডিভাইসের নাম থাকবে iQOO Z10 Turbo। টিপস্টার ডিজিটাল স্টেশন বলেছেন যে, এতেও 7000mAh ব্যাটারি থাকবে। ফলে ফোনটি দীর্ঘক্ষণ ব্যাটারি লাইফ দেবে।
এছাড়া টিপস্টার এর অন্যান্য স্পেসিফিকেশনও শেয়ার করেছেন। যারমধ্যে প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, চার্জিং স্পিড সম্পর্কিত তথ্য আছে। আসুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
iQOO Z10 Turbo এর স্পেসিফিকেশন (লিক)
রিপোর্ট অনুযায়ী, আইকো Z10 টার্বো স্মার্টফোনে অঘোষিত কোয়ালকম SM8734 চিপসেট থাকবে, এটি স্ন্যাপড্রাগন 8s Elite প্রসেসর হতে পারে। যেখানে আইকো Z9 টার্বো -তে স্ন্যাপড্রাগন 8s জেন 3 চিপসেট ছিল। আবার আসন্ন ফোনে OLED ডিসপ্লে দেওয়া হবে, যা 1.5K রেজোলিউশন ও 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
এর প্রাইমারি ক্যামেরা হবে 50 মেগাপিক্সেল। আর ডিভাইসটিতে 80W বা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে সিঙ্গেল সেল সিলিকন ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারি দীর্ঘক্ষণ ফোনকে সচল রাখবে।
তুলনার খাতিরে, চলতি বছরের এপ্রিলে আইকো Z9 টার্বো মডেলে 6.78 ইঞ্চি ফ্লাট OLED প্যানেল ছিল, যা 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে স্ন্যাপড্রাগন 8s জেন 3 চিপসেট, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর দাম রাখা হয়েছিল 1999 ইউয়ান, যা প্রায় 23,200 টাকার সমান।
আইকো Z10 টার্বো স্মার্টফোনে অঘোষিত কোয়ালকম SM8734 চিপসেট থাকবে, এটি স্ন্যাপড্রাগন 8s Elite প্রসেসর হতে পারে। যেখানে আইকো Z9 টার্বো -তে স্ন্যাপড্রাগন 8s জেন 3 চিপসেট ছিল।