iQoo Z6, iQoo Z6x ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ লঞ্চ হল, রয়েছে 80W পর্যন্ত ফ্ল্যাশ চার্জ সাপোর্ট

iQoo Z6 সিরিজের দুটি স্মার্টফোন আজ বৃহস্পতিবার চীনে লঞ্চ হল। এই দুটি ফোন হল iQoo Z6, iQoo Z6x। চলতি বছরের শুরুতে ভারতে...
Julai Modal 26 Aug 2022 8:59 AM IST

iQoo Z6 সিরিজের দুটি স্মার্টফোন আজ বৃহস্পতিবার চীনে লঞ্চ হল। এই দুটি ফোন হল iQoo Z6, iQoo Z6x। চলতি বছরের শুরুতে ভারতে আসা এই সিরিজের ফোনগুলির ফিচারের সাথে নতুন ফোন দুটির ফিচারে কোনো মিল‌ নেই। নয়া iQoo Z6 ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। যেখানে iQoo Z6x এসেছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসরের সাথে। এছাড়া ফোন দুটিতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এদের সেল শুরু হবে।আসুন iQoo Z6, iQoo Z6x এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

আইকো জেড৬, আইকো জেড ৬ এক্স এর দাম (iQoo Z6, iQoo Z6x Price)

আইকো জেড ৬ ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১,৬৯৯ ইউয়ান (প্রায় ২০,০০০ টাকা), ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২২,০০০ টাকা), ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৫,০০০ টাকা)। ফোনটি গোল্ডেন ওরেজ, ইঙ্ক জেড ও স্টার ব্লু কালারে এসেছে।

অন্যদিকে, আইকো জেড ৬ এক্স তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এগুলি হল ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৪,০০০ টাকা), ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৫০০ টাকা) ও ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৯,০০০ টাকা)। এটি তিনটি কালারে উপলব্ধ, যথা - ব্ল্যাক মিরর, ব্লু আইস ও ব্লেজিং অরেঞ্জ।

আইকো জেড৬ এর স্পেসিফিকেশন, ফিচার (iQoo Z6 Specifications, Features)

আইকো জেড৬ ফোনের সামনে দেখা যাবে ৬.৬৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৩৮৮ পিক্সেল) এলসিডি স্ক্রিন, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে অ্যাড্রনো ৬৪২এল জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১২ বেসড অরিজিন ওএস কাস্টম স্কিন।

iQoo Z6 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য iQoo Z6 ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। এর ওজন ১৯৪.৬ গ্রাম।

আইকো জেড ৬ এক্স এর স্পেসিফিকেশন, ফিচার (iQoo Z6x Specifications, Features)

আইকো জেড ৬ এক্স ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) ডিসপ্লে। এতে অ্যান্ড্রয়েড ১১ নির্ভর অরিজিন ওএস ওসান কাস্টম স্কিন উপস্থিত। আইকো জেড ৬ এক্স ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, সাথে আছে মালি জি৫৭ জিপিইউ। এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4X) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 2.2) সহ পাওয়া যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য iQoo Z6x ফোন ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফোনটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ এসেছে। আবার সিকিউরিটির জন্য উপলব্ধ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

পাওয়ার ব্যাকআপের জন্য iQoo Z6x ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে উপস্থিত ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ডুয়েল সিম সাপোর্ট‌। এর ওজন ২০৪ গ্রাম।

Show Full Article
Next Story