৬ জিবি র্যামের সাথে আসছে iQOO Z6 Lite 5G, থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
আইকো আগামী ১৪ সেপ্টেম্বর তাদের ব্র্যান্ডের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোন হিসেবে iQOO Z6 Lite 5G হ্যান্ডসেটটি...আইকো আগামী ১৪ সেপ্টেম্বর তাদের ব্র্যান্ডের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোন হিসেবে iQOO Z6 Lite 5G হ্যান্ডসেটটি ভারতের বাজারে লঞ্চ করবে বলে জানা গেছে। আর আসন্ন লঞ্চের আগে এখন, Z6 সিরিজের এই নয়া ডিভাইসটিকে গুগল প্লে কনসোল (Google Play Console)-এর তালিকায় দেখা গেছে, যা এর কয়েকটি মূল স্পেসিফিকেশনেরও ইঙ্গিত দিয়েছে। এটি সদ্য উন্মোচিত Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসরের সাথে আসবে বলে জানা গেছে, যার সাথে মিলবে ৬ জিবি র্যাম।
iQOO Z6 Lite 5G-কে দেখা গেল Google Play Console-এর ডেটাবেসে
মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)-এর একটি নতুন রিপোর্ট অনুসারে, I2208 মডেল নম্বর সহ আইকো জেড৬ লাইট ৫জি গুগল প্লে কনসোলের সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি প্রকাশ করে যে, আসন্ন আইকো ফোনটি Qualcomm SM4375 প্রসেসর দ্বারা চালিত হবে, যা আসলে সদ্য বাজারে লঞ্চ হওয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেটের মডেল নম্বর। এই প্রসেসরটি ৬ জিবি র্যামের সাথে যুক্ত থাকবে বলেও লিস্টিংয়ে উল্লেখ করা হয়েছে। জানিয়ে রাখি, স্ন্যাপড্রাগন ৪ জেন ১ গত বছর উন্মোচিত স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস চিপের উত্তরসূরি। এটি পুরানো ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত হলেও, পূর্বসূরীর তুলনায় ১০% উন্নত জিপিইউ পারফরম্যান্স এবং ১৫% পর্যন্ত ভাল সিপিইউ পারফরম্যান্স অফার করে।
এদিকে, আইকো নিশ্চিত করেছে যে, নতুন জেড ৬ লাইট ৫জি-তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এটিতে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডেপ্থ সেন্সরও উপস্থিত থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, হ্যান্ডসেটটিতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলেও জানা গেছে। এছাড়াও, আইকো জেড ৬ লাইট ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ওয়াটার-ড্রপ নচ ডিজাইনের ডিসপ্লে থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস (FunTouch OS) কাস্টম স্কিন রান করবে বলেই আশা করা হচ্ছে।
উল্লেখ্য, একটি সাম্প্রতিক প্রতিবেদনে iQOO Z6 Lite 5G-এর দামের বিবরণও প্রকাশ করা হয়েছে। স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আসবে বলেও জানা গেছে। এর বেস ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৪৯৯ টাকা রাখা হতে পারে। যেখানে হাই-এন্ড ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১৪,৯৯৯ টাকায় লঞ্চ হতে পারে।