সস্তায় আসছে 64 মেগাপিক্সেল ক্যামেরার iQOO Z7 5G, লঞ্চের আগে দাম ফাঁস

iQOO-এর নতুন Z সিরিজের ফোন iQOO Z7 5G ভারতে ২১ মার্চ লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই এর স্পেসিফিকেশন সামনে এসেছে। এখন আবার লঞ্চের আগে iQOO Z7…

iQOO-এর নতুন Z সিরিজের ফোন iQOO Z7 5G ভারতে ২১ মার্চ লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই এর স্পেসিফিকেশন সামনে এসেছে। এখন আবার লঞ্চের আগে iQOO Z7 5G-এর দাম জানা গেছে। জানিয়ে রাখি ফোনটি MediaTek Dimensity 920 5G প্রসেসর সহ আসবে, যা আনটুটু বেঞ্চমার্কিং সাইটে ৪৮৫০০০-এর বেশি স্কোর অর্জন করেছে। এছাড়াও, কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, ৬৪ মেগাপিক্সেল OIS আল্ট্রা-স্টেবল ক্যামেরা সহ আসা ভারতের প্রথম ফোন হবে iQOO Z7 5G।

iQOO Z7 5G এর সম্ভাব্য দাম

আইকো জেড৭ ৫জি -এর দাম শুরু হবে ১৮,৯৯৯ টাকা থেকে। এই মূল্য রাখা হবে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হবে ১৯,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে এইচডিএফসি ব্যাঙ্ক এবং এসবিআই ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ১,৫০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। আগামী ২১ শে মার্চ থেকে ফোনটির সেল শুরু হবে।

iQOO Z7 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আইকো জেড৭ ৫জি ফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর ব্যবহার করা হবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) আল্ট্রা-স্টেবল সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর ফোনের সামনে ওয়াটারড্রপ নচ ডিজাইনের অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেখা যাবে, যা ১,৩০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে।