স্পিড-পারফরম্যান্স চমকে দেবে, বেঞ্চমার্কে 4.80 লাখ স্কোর করে সাড়া ফেলল iQOO Z7

আইকো (iQOO) তাদের Z7 সিরিজের স্মার্টফোন খুব শীঘ্রই বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। ব্র্যান্ডটি ইতিমধ্যেই ভারতে লাইনআপটি...
Ananya Sarkar 4 March 2023 12:51 PM IST

আইকো (iQOO) তাদের Z7 সিরিজের স্মার্টফোন খুব শীঘ্রই বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। ব্র্যান্ডটি ইতিমধ্যেই ভারতে লাইনআপটি লঞ্চের টিজ করেছে। স্ট্যান্ডার্ড iQOO Z7 মডেলটিকে চীনের 3C (CCC) সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গিয়েছে। যেখান থেকে জানা গিয়েছে এটি ১০০ ওয়াটেরও বেশি দ্রুত চার্জিং যুক্ত প্রথম Z-সিরিজ স্মার্টফোন হিসেবে বাজারে আসবে। আর এখন কোম্পানির সিইও নিপুন মারিয়া iQOO Z7-এর আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং ফলাফল প্রকাশ করেছেন। তার শেয়ার করা পোস্ট অনুসারে, এটি Qualcomm Snapdragon 695 প্রসেসর চালিত অনেক ফোনের চেয়ে বেশি স্কোর করেছে। আসুন তাহলে iQOO Z7-এর আনটুটু স্কোরটি দেখে নেওয়া যাক।

প্রকাশিত হল iQOO Z7-এর AnTuTu বেঞ্চমার্ক স্কোর

আইকোর চিফ এক্সিকিউটিভ অফিসার নিপুন মারিয়ার শেয়ার করা ছবি অনুসারে, জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম, আনটুটু (AnTuTu)-তে আইকো জেড৭ ৫জি ৪,৮০,০০০-এরও বেশি স্কোর অর্জন করেছে। এই স্কোরটি বেশ কয়েকটি স্মার্টফোনে ব্যবহৃত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা অর্জিত ৪,১০,০০০-এর ওপরে।

https://twitter.com/nipunmarya/status/1631548036131491840?t=pQa1bbRR8VVtm3GsJxIROg&s=19

তবে, নিপুন মারিয়া সরাসরি আইকো জেড৭ ৫জি-এর চিপসেট সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেননি। পরিবর্তে, কোন প্রসেসর আসন্ন মিড-রেঞ্জ স্মার্টফোনটিকে শক্তি দিচ্ছে, তা অনুমান করার কাজটি তিনি আইকোর ফ্যান ও অনুগামীদের ওপর ছেড়ে দিয়েছেন।

এদিকে টিপস্টার, মুকুল শর্মা সম্প্রতি জানিয়েছেন যে, আইকো জেড৭ ৫জি এদেশে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসরের সাথে আসবে। অতীতের লিকের পরিপ্রেক্ষিতে তার ট্র্যাক রেকর্ড বিবেচনা করে, এটা ধরে নেওয়াই যায় যে, আইকোর জেড৭ সিরিজের সাধারণ মডেল ডাইমেনসিটি ৯২০ চিপসেট দ্বারা চালিত হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ২০২১ সালে একটি মিড-রেঞ্জ ৫জি চিপসেট হিসাবে লঞ্চ করা হয়েছিল। এই প্রসেসরটি ৬ ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে এবং এটি তার পূর্বসূরি, ডাইমেনসিটি ৯০০-এর তুলনায় ৯% উন্নত পারফরম্যান্স অফার করে।

এই অক্টা-কোর চিপটির সর্বোচ্চ ক্লক স্পিড ২.৫ গিগাহার্টজ এবং এটি এআরএম-এর কর্টেক্স-এ৭৮ আর্কিটেকচার ব্যবহার করে। এছাড়া, এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ এটিকে দ্রুততম মিড-রেঞ্জ প্রসেসরের মধ্যে অন্যতম করে তোলে।

এছাড়াও, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ চিপসেটটি স্মার্ট অ্যাডাপটিভ ডিসপ্লে, হার্ডওয়্যার-ভিত্তিক ৪কে এইচডিআর (4K HDR) ভিডিও ক্যাপচার, সর্বোচ্চ চারটি ক্যামেরা এবং ১০৮ মেগাপিক্সেল পর্যন্ত সেন্সর সাপোর্ট করে বলেও জানা গেছে।

Show Full Article
Next Story