iQOO Z7 Pro 5G খুব শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই প্রসেসরের খুঁটিনাটি সামনে এল

আইকো গতকাল চীনে iQOO Z7 এবং Z7x নামে দু’টি স্মার্টফোন লঞ্চ করেছে। যার মধ্যে Z7 মডেলটি আলাদা স্পেসিফিকেশন সহ ভারতেও উপলব্ধ। আবার Z7 লাইনআপে iQOO…

আইকো গতকাল চীনে iQOO Z7 এবং Z7x নামে দু’টি স্মার্টফোন লঞ্চ করেছে। যার মধ্যে Z7 মডেলটি আলাদা স্পেসিফিকেশন সহ ভারতেও উপলব্ধ। আবার Z7 লাইনআপে iQOO Z7i মডেলটিও অন্তর্ভুক্ত রয়েছে। আর এখন, iQOO Z7-এর ‘Pro’ ভ্যারিয়েন্টের ইন্ডিয়ান/গ্লোবাল ভার্সন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। আসুন তাহলে বেঞ্চমার্ক তালিকাটি আপকামিং iQOO Z7 Pro সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করলো, জেনে নেওয়া যাক।

iQOO Z7 Pro হাজির Geekbench ডেটাবেসে

I2213 মডেল নম্বর সহ আইকো জেড৭ প্রো ৫জি ফোনটি গিকবেঞ্চ (Geekbench) ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি থেকে জানা গেছে যে, এই হ্যান্ডসেটে ব্যবহৃত মাদারবোর্ডের কোডনেম ‘লাহাইনা’ (lahaina), যার চারটি কোর ১.৮০ গিগাহার্টজে, তিনটি কোর ২.৪০ গিগাহার্টজে এবং একটি কোর ২.৭১ গিগাহার্টজে রান করে। এই প্রসেসরের সাথে অ্যাড্রেনো ৬৪২এল জিপিইউ-টিও যুক্ত রয়েছে। এই সকল তথ্যগুলি নির্দেশ করে যে, আইকো জেড৭ প্রো ৫জি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৮২জি চিপসেট দ্বারা চালিত হবে।

এছাড়াও, ডিভাইসটি ১২ জিবি র‍্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, আইকো জেড৭ প্রো ৫জি মডেলটি গিকবেঞ্চ ৫ (Geekbench 5)-এর সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর পরীক্ষায় যথাক্রমে ৮৭৩ এবং ২,৯২৮ পয়েন্ট স্কোর করেছে।

তবে উল্লিখিত তথ্যগুলি ছাড়া, বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মের তালিকাটি আইকোর এই নয়া হ্যান্ডসেটটির সম্পর্কে কোনও অতিরিক্ত বিবরণ প্রকাশ করেনি। যদিও সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, iQOO Z7 Pro 5G চীনে উপলব্ধ iQOO Z7 5G-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। Pro ভ্যারিয়েন্টের প্রসেসর Z7 5G-তে ব্যবহার করার ফলে আশা করা যায় যে, আপকামিং ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৪ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে থাকবে৷ এটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আসতে পারে।