IQOO Z7 Pro 5G কম দামে কার্ভড ডিসপ্লের সাথে ভারতে আসছে, থাকবে ১২ জিবি র‌্যাম

সম্প্রতি কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে আইকো শীঘ্রই ভারতে তাদের Z-সিরিজের অধীনে iQOO Z7 Pro 5G নামে একটি স্মার্টফোন...
techgup 24 July 2023 11:15 PM IST

সম্প্রতি কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে আইকো শীঘ্রই ভারতে তাদের Z-সিরিজের অধীনে iQOO Z7 Pro 5G নামে একটি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে ৷ আর এখন ভিভো (Vivo)-অধীনস্থ ব্র্যান্ডটি এই জল্পনাকে সত্যি প্রমাণিত করে ফোনটির জন্য একটি নতুন টিজার প্রকাশ করেছে। টিজারটি থেকে iQOO Z7 Pro 5G-এর সামনের দিকের ডিজাইনের সামান্য আভাস পাওয়া গেছে এবং অবশ্যই এটি আসন্ন হ্যান্ডসেটটির লঞ্চের ইঙ্গিত দিচ্ছে।

iQOO Z7 Pro 5G কার্ভড ডিসপ্লে সহ শীঘ্রই আসছে ভারতের বাজারে

আইকো ইন্ডিয়া-এর সিইও নিপুন মারিয়া আসন্ন আইকো জেড৭ প্রো ৫জি-এর টিজারটি টুইটারে শেয়ার করেছেন। টুইটে সিইও নিশ্চিত করেছেন যে চীনা স্মার্টফোন ব্র্যান্ডের নতুন ডিভাইসটি শীঘ্রই ভারতে আসবে। এছাড়াও, পোস্টটিতে একটি টিজার ইমেজ রয়েছে, যা আসন্ন স্মার্টফোনের সামনের দিকটি প্রদর্শন করেছে। ছবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে আইকো জেড৭ প্রো ৫জি মডেলের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। ক্যামেরা সেন্সরটি স্ক্রিনের ওপরের বেজেলের ঠিক নীচের অংশের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে।

তবে নিঃসন্দেহে, এই স্মার্টফোনের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল এর কার্ভড এজ ডিসপ্লে। এগুলি ছাড়া, আর কোনও তথ্য নিপুন মারিয়া তার টুইটে শেয়ার করেননি। তবে আইকো জেড৭ প্রো ৫জি কয়েক মাস আগে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসরের সাথে গিকবেঞ্চ (GeekBench)-এ উপস্থিত হয়েছিল।

এছাড়া, ফোনটি ১২ জিবি র‍্যামের সাথে বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়। আইকোর স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে বলেও জানা গেছে। আপাতত iQOO Z7 Pro 5G সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে, আশা করা যায় খুব শীঘ্রই ডিভাইসটির বিষয়ে আরও তথ্য জানা যাবে।

Show Full Article
Next Story