4000 টাকা সস্তায় কিনুন এই দুর্দান্ত গেমিং ফোন, 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ পাবেন অনেক কিছু

বর্তমানে স্মার্টফোনে বিভিন্ন ধরনের গেম খেলতে অনেকেই পছন্দ করেন। তবে গেম খেলার জন্য সবথেকে দরকারি জিনিস হল উন্নত ফিচার এবং ব্যাটারি বিশিষ্ট একটি স্মার্টফোন। তবে,…

বর্তমানে স্মার্টফোনে বিভিন্ন ধরনের গেম খেলতে অনেকেই পছন্দ করেন। তবে গেম খেলার জন্য সবথেকে দরকারি জিনিস হল উন্নত ফিচার এবং ব্যাটারি বিশিষ্ট একটি স্মার্টফোন। তবে, বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের ফোনের দাম খুব বেশি হয়ে থাকে। যার ফলে ইচ্ছে থাকলেও অনেকে এই ধরনের স্মার্টফোন কিনতে পারেন না। তবে আপনি যদি স্মার্টফোনে গেম খেলতে পছন্দ করেন এবং কম দামে একটি ভালো গেমিং ফোন কিনতে চান, তাহলে আজ আপনাকে Vivo-র সাব ব্র্যান্ড আইকোর iQOO Z7s 5G স্মার্টফোনটির সম্পর্কে জানাবো। যাতে নির্বিঘ্নে ফ্রি ফায়ার ম্যাক্স, সিওডি মোবাইল, অ্যাপেক্স লেজেন্ডস প্রভৃতি গেম খেলা যাবে। আবার, বর্তমানে এই ডিভাইসটি আপনি যদি Amazon থেকে কেনেন তাহলে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট।

iQOO Z7s 5G ফোনের সাথে উপলব্ধ ডিসকাউন্ট এবং অফার

iQOO Z7s 5G ডিভাইসটি 18,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে এই মুহূর্তে অ্যামাজনে 4,000 টাকা ডিসকাউন্ট পাওয়ার পর এই এটি কেনা যাবে 14,499 টাকায়। এছাড়া 1,000 টাকা ব্যাঙ্ক অফার সহ 13,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু মিলবে।

iQOO Z7s 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার

iQOO Z7s 5G ফোনে 6.38 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উপস্থিত। আর শক্তিশালী পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালাকম 695 5G প্রসেরর। এই ডিভাইসে 6 জিবি ব়্যাম ও 128 জিবি স্টোরেজ পাওয়া যাবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। ধুলো এবং জল থেকে রক্ষার জন্য এই ফোনে আছে আইপি 54 রেটিং।

ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে বললে, iQOO Z7s 5G ফোনের পিছনের প্যানেলে আছে ওআইএস সাপোর্ট সহ 64 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং 2 মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা সেন্সর। এছাড়াও, সেলফি এবং ভিডিও কলিং-এর জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। এদিকে অ্যান্ড্রয়েড 13 বেসড এই ডিভাইসটি ফানটাচ ওএস 13 কাস্টম স্কিনে রান করে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে দেওয়া হয়েছে 4500 এমএএইচ ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে।