iQOO Z8: মিড-রেঞ্জে দুর্ধর্ষ ফিচার্স, আইকোর নতুন ফোনে 144hz স্ক্রিন, 120W ফাস্ট চার্জিং

আইকো (iQOO) তাদের Z-সিরিজের অধীনে iQOO Z8 এবং iQOO Z8x স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। সাম্প্রতিক রিপোর্টে...
Ananya Sarkar 17 Aug 2023 12:24 PM IST

আইকো (iQOO) তাদের Z-সিরিজের অধীনে iQOO Z8 এবং iQOO Z8x স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, Z8 সিরিজ সেপ্টেম্বরের মধ্যে চীনে আত্মপ্রকাশ করতে চলেছে। সেই দিকেই ইঙ্গিত করে এবার iQOO Z8 চীনের 3C সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। একইসাথে, ফোনটি গুগল প্লে (Google Play)-সমর্থিত ডিভাইসের তালিকাতেও দেখা গেছে। আপকামিং আইকো ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, আসুন জেনে নেওয়া যাক।

iQOO Z8 সিরিজ লঞ্চ হতে পারে সেপ্টেম্বরের মধ্যেই

প্রথমেই জানাই, সম্প্রতি আইকো জেড৮ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে V2314A মডেল নম্বর সহ দেখা গেছে। ফোনটি এখন চীনা কম্পালসারি (3C) সার্টিফিকেশনের ডেটাবেস এবং গুগল প্লে সমর্থিত ডিভাইসের তালিকায় উপস্থিত হয়েছে। ৩সি সার্টিফিকেশন প্রকাশ করেছে যে, এটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। আবার ইতিমধ্যেই আইকো জেড৮ সিরিজ সম্পর্কে বহু তথ্য ফাঁস হয়েছে।

রিপোর্ট বলছে, আইকো জেড৮ ফোনে ৬.৬৪ ইঞ্চি এলসিডি প্যানেল থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস ৩.০ (OriginOS 3.0) সফ্টওয়্যার স্কিনে চলবে এবং নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, ফোনটি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ সহ MediaTek Dimensity 8200 চিপসেটের সাথে আসতে পারে। ডিভাইসটি একাধিক কনফিগারেশনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এবং সর্বোচ্চ ভ্যারিয়েন্টটি ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করতে পারে।

ফটোগ্রাফির জন্য, iQOO Z8-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে সম্ভবত একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা সেন্সর অবস্থান করবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, স্মার্টফোনটিতে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। iQOO Z8 ব্ল্যাক, ব্লু এবং গ্রীনের কালার অপশনে বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story