iQOO Z8 ও iQOO Z8x-এর সমস্ত ফিচার্স লিক, ক্যামেরা-ব্যাটারি-প্রসেসর কতটা শক্তিশালী হবে দেখুন

আইকো চীনে আগামী ৩১ আগস্ট iQOO Z8 সিরিজ লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। এই লাইনআপে দুটি স্মার্টফোন অন্তর্ভুক্ত থাকবে - iQOO...
techgup 27 Aug 2023 11:00 AM IST

আইকো চীনে আগামী ৩১ আগস্ট iQOO Z8 সিরিজ লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। এই লাইনআপে দুটি স্মার্টফোন অন্তর্ভুক্ত থাকবে - iQOO Z8 5G এবং iQOO Z8x 5G। ব্র্যান্ডটি ইতিমধ্যেই ঘোষণা করেছে, স্ট্যান্ডার্ড iQOO Z8 মডেলটি MediaTek Dimensity 8200 প্রসেসর দ্বারা চালিত হবে এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার iQOO Z8 এবং iQOO Z8x-এর প্রচুর বৈশিষ্ট্য প্রকাশ করেছেন।

তার দাবি, iQOO Z8x-এ Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর ব্যবহার করা হবে এবং এটি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। ফোনটি বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ এলসিডি ডিসপ্লে অফার করবে। আসুন তাহলে iQOO Z8 এবং iQOO Z8x-এর ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলিকে দেখে নেওয়া যাক।

iQOO Z8 5G-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

টিপস্টার ঈশান আগরওয়াল দাবি করেছেন যে, আইকো জেড৮ ৫জি-তে ৬.৬৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুলএইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর ব্যবহৃত হবে, যা মালি জি৬১০ এমসি৪ জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে। ফোনটিতে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যেতে পারে। আইকো জেড৮ ৫জি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে অরিজিনওএস ৩.০ (OriginOS 3.0) কাস্টম স্কিনে রান করবে।

ক্যামেরার ক্ষেত্রে, আইকো জেড৮ ৫জি-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Z8 5G বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, ফোনটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যাবে। অডিওর জন্য, iQOO Z8 5G-তে ৩.৫ মিলিমিটার মিমি অডিও জ্যাক থাকবে। এর পরিমাপ হবে ১৬৪.৬ × ৭৫.৮ × ৮.৮ মিলিমিটার এবং ওজন হবে ২০০ গ্রাম। এছাড়াও, এই আইকো হ্যান্ডসেটে আইআর ব্লাস্টার, মাইক্রোএসডি কার্ড অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে, আইকো আগেই জানিয়েছিলেন যে iQOO Z8 দ্রুততম MediaTek Dimensity 8200-চালিত স্মার্টফোন হবে। একটি টিজার অনুসারে, iQOO Z8 আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক টেস্টে ৯,৮০,৮৩২ পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়েছে। আসন্ন Z-সিরিজের স্মার্টফোনটি আগে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্ক তালিকায়ও উপস্থিত হয়েছিল এবং বেঞ্চমার্ক পরীক্ষার সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর রাউন্ডে ১,২৭৩ এবং ৪,০১১ পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়েছিল।

iQOO Z8x 5G-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

iQOO Z8x 5G-এ ৬.৬৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে। ডিভাইসটি Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে যুক্ত থাকবে Adreno 710 জিপিইউ। ফোনটিতে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ মিলবে। এটিও অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস ৩.০ (OriginOS 3.0) সফ্টওয়্যার স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য, iQOO Z8x 5G-এ ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Z8x 5G-এ বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর নিরাপত্তার জন্য, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং অডিওর জন্য একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক সাপোর্ট করবে। ফোনটির পরিমাপ ১৬৪.৬ × ৭৫.৮ × ৯.১ মিলিমিটার এবং ওজন ২০০ গ্রাম হবে।

Show Full Article
Next Story