64 মেগাপিক্সেল ক্যামেরার iQOO Z8 এবার ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে, দাম হবে সস্তা

আইকো গত সপ্তাহে তাদের iQOO Z8 এবং iQOO Z8x স্মার্টফোন দুটি হোম মার্কেট চীনে লঞ্চ করেছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড iQOO Z8-এ...
Ananya Sarkar 10 Sept 2023 9:34 AM IST

আইকো গত সপ্তাহে তাদের iQOO Z8 এবং iQOO Z8x স্মার্টফোন দুটি হোম মার্কেট চীনে লঞ্চ করেছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড iQOO Z8-এ MediaTek Dimensity 8200 চিপসেট রয়েছে এবং এটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। আর এখন গ্লোবাল লঞ্চের ইঙ্গিত দিয়ে ডিভাইসটি গুগল প্লে কনসোল (Google Play Console)-এ উপস্থিত হয়েছে। যেহেতু চীনে গুগলের অ্যাপ এবং পরিষেবাগুলি নিষিদ্ধ, সেহেতু সেদেশে চালু হওয়া স্মার্টফোনগুলিতে গুগল মোবাইল সার্ভিস উপলব্ধ নেই। তবে, গুগল প্লে কনসোল হল এমন একটি পোর্টাল, যেখানে ডেভেলপাররা অ্যান্ড্রয়েড অ্যাপগুলির কার্যক্ষমতা পরীক্ষা করতে পারে৷ এই পোর্টালে iQOO Z8-এর উপস্থিতির অর্থ হল আইকো চীনের বাইরে ডিভাইসটি চালু করার পরিকল্পনা করছে। আসুন লিস্টিং থেকে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

iQOO Z8-কে Google Play Console-এ দেখা গেছে

V2314A মডেল নম্বর সহ গুগল প্লে কনসোলে একটি নতুন আইকো ডিভাইস তালিকাভুক্ত হয়েছে। এই একই ডিভাইস গত সপ্তাহে চীনে আইকো জেড৮ নামে লঞ্চ হয়েছিল। তালিকাটি নির্দেশ করে যে স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। এটি আরও নিশ্চিত করেছে যে, আইকো জেড৮ মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসরের সাথে আসবে, যার সাথে গ্রাফিক্সের জন্য মালি-জি৬১০ জিপিইউ-এর যুক্ত থাকবে। ফোনটি ১২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

জানিয়ে রাখি, আইকো জেড৮-এর গ্লোবাল মডেলে ১,০৮০ x ২,৩৮৮ পিক্সেল রেজোলিউশন সহ ফুলএইচডি+ ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই বিবরণগুলি নিশ্চিত করে যে আইকো জেড৮-এর চীনা সংস্করণের অনুরূপ স্পেসিফিকেশনই গ্লোবাল ভ্যারিয়েন্টে দেখা যাবে।

সুতরাং ফটোগ্রাফির জন্য, iQOO Z8-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর যুক্ত থাকবে৷ আর সেলফির জন্য, ফোনের সামনে ১,০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট সহ ১৬ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করবে। iQOO Z8-এর গ্লোবাল ভ্যারিয়েন্টেও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ একই ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। ডিভাইসটিতে একটি হেডফোন জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত থাকবে।

ভারতে iQOO Z8-এর মূল্য (প্রত্যাশিত)

চীনে iQOO Z8-এর দাম ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,২৪০ টাকা)। এই মূল্যের ওপর ভিত্তি করে, আশা করা যায় যে ভারতে জেড৮-এর গ্লোবাল মূল্য প্রায় ২১,০০০ টাকা হবে। আইকো সম্প্রতি ভারতে Z7 Pro মডেলটি ২৩,৯৯৯ টাকায় লঞ্চ করেছে। যেহেতু Z7 Pro এবং iQOO Z8 একই প্রাইস রেঞ্জের দুটি ডিভাইস, তাই কোম্পানি সম্ভবত কিছুদিন পর Z8 মডেলটি এদেশে লঞ্চ করতে পারে। যদিও এখনও পর্যন্ত, আইকো ভারতে বা অন্য কোনও বাজারে iQOO Z8 লঞ্চ করার কোনও টাইমলাইন শেয়ার করেনি।

Show Full Article
Next Story