লঞ্চের আগেই বিশাল খবর, ফাঁস iQOO Z9 5G-র দাম, ব্যাঙ্কের তরফে 2,000 টাকা ছাড়

দীর্ঘদিন ধরেই iQOO Z9 5G স্মার্টফোনটি নিয়ে জল্পনা চলছে। আইকো ইতিমধ্যেই ঘোষণা করেছে, তাদের Z সিরিজের পরবর্তী ফোনটি আগামী...
Ananya Sarkar 9 March 2024 7:26 PM IST

দীর্ঘদিন ধরেই iQOO Z9 5G স্মার্টফোনটি নিয়ে জল্পনা চলছে। আইকো ইতিমধ্যেই ঘোষণা করেছে, তাদের Z সিরিজের পরবর্তী ফোনটি আগামী ১২ মার্চ বাজারে পা রাখবে। তবে লঞ্চের আগেই ব্র্যান্ডের তরফে আসন্ন Z9 5G প্রাইস পয়েন্ট সহ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। ফোনটি ২০,০০০ টাকার কম মূল্যে লঞ্চ হতে চলেছে বলে জানানো হয়। আর এখন এক বিশিষ্ট টিপস্টার iQOO Z9 5G-এর অফিশিয়াল প্রাইস প্রকাশ করেছেন।

iQOO Z9 5G-এর সকল ভ্যারিয়েন্টের দাম ফাঁস

মুকুল শর্মা তার এক্স পোস্টে ফাঁস হওয়া প্রোমোশনাল পোস্টার শেয়ার করেছেন, যা দেখিয়েছে যে আইকো জেড৯ ৫জি দুটি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে - ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এই দুই মডেল যথাক্রমে ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। যার মধ্যে সম্ভবত ২,০০০ টাকার ছাড় অন্তর্ভুক্ত রয়েছে যা আইসিআইসিআই (ICICI) এবং এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের গ্রাহকদের জন্য উপলব্ধ হবে৷ তাই রিটেল প্রাইস ১৯,৯৯৯ টাকা এবং ২১,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা। আইকো জেড৯ ৫জি ১৩ মার্চ দুপুর ১২ টায় আর্লি অ্যাক্সেসের জন্য উপলব্ধ হবে এবং আগামী ১৪ মার্চ দুপুর ১২টায় সেল শুরু হবে।

iQOO Z9 5G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আইকো জেড৯ ৫জি পারফরম্যান্সের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এবং মসৃণ গেমিংয়ের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর থাকবে৷ এতে ১,৮০০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে মিলবে। স্ক্রিনটি ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ১,২০০ হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট অফার করবে, যা উন্নততর কন্ট্রোল এবং টাচ রেসপন্স প্রদান করে।

এছাড়া, iQOO Z9 5G-এর ক্যামেরা সেটআপে পরিষ্কার, স্টেবল শটের জন্য অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ Sony IMX882 সেন্সর থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৫.৯ ঘন্টা গেমিং ও ১৭.৪ ঘন্টা ভিডিও প্লেব্যাক সাপোর্ট করবে। এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টও থাকতে পারে। স্মার্টফোনটি দুটি রঙে পাওয়া যাবে - ব্রাশড গ্রিন এবং গ্রাফিন ব্লু।

Show Full Article
Next Story