শুরু হয়ে গেল iQOO Z9 সিরিজের সেল, খুব শক্তিশালী ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা

অবশেষে গত সপ্তাহে লঞ্চ হওয়া iQOO Z9 সিরিজের স্মার্টফোনগুলি এখন কেনার জন্য উপলব্ধ হয়েছে। এই লাইনআপে মোট তিনটি মডেল...
Ananya Sarkar 30 April 2024 5:18 PM IST

অবশেষে গত সপ্তাহে লঞ্চ হওয়া iQOO Z9 সিরিজের স্মার্টফোনগুলি এখন কেনার জন্য উপলব্ধ হয়েছে। এই লাইনআপে মোট তিনটি মডেল এসেছে - স্ট্যান্ডার্ড iQOO Z9, iQOO Z9 Turbo এবং iQOO Z9x ৷ এই তিনটি ফোনই উচ্চ মানের গেমিং পারফরম্যান্সের সাথে একাধিক উৎকৃষ্ট স্পেসিফিকেশন অফার করে। এগুলিতে রয়েছে Qualcomm Snapdragon প্রসেসর, বড় ব্যাটারি এবং উন্নততর ফাস্ট চার্জিং সাপোর্ট। আসুন তাহলে এই নতুন আইকো ফোনগুলির দাম এবং প্রধান বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।

iQOO Z9 সিরিজের সেল শুরু হল

টপ-এন্ড আইকো জেড৯ টার্বো মডেলে শীর্ষ-স্তরের পারফরম্যান্সের জন্য লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ব্যবহৃত হয়েছে। এটি এলপিডিডিআর৫এক্স মেমরি এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। ডিভাইসটিতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং মসৃণ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ বড় ৬.৭৮ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে৷ চীনে আইকো জেড৯-এর দাম শুরু হচ্ছে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৫০০ টাকা) থেকে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড আইকো জেড৯ ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসরে চলে। তবে এটি টার্বো মডেলের মতো একই ডিসপ্লে, ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করে। চীনে এটির প্রারম্ভিক মূল্য ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৬৩০ টাকা)।

এছাড়া, Z9 লাইনআপের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোন, iQOO Z9x-এ Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ সামান্য ছোট এলসিডি ডিসপ্লে রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এটিও ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, তবে এই ফোনে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চীনে iQOO Z9x-এর দাম মাত্র ১,১৪৯ ইউয়ান থেকে শুরু হয় (প্রায় ১৩,২৪০ টাকা)। Z9 সিরিজের তিনটি ফোনই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, আইপি৬৪ (IP64) ধুলো এবং জল প্রতিরোধী রেটিং প্রাপ্ত চ্যাসিস এবং অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক অরিজিনওএস ৪ (OriginOS 4) কাস্টম স্কিন সহ এসেছে৷

Show Full Article
Next Story