2025 সালের জানুয়ারিতে লঞ্চ হচ্ছে iQOO Z9 Turbo Endurance Edition, থাকবে 6400mAh ব্যাটারি

যারা iQOO Z9 Turbo Endurance Edition স্মার্টফোনটি প্রি-বুক করবেন তারা বিনামূল্যে সারপ্রাইজ উপহার পাবেন। প্রি-বুকিং ওয়েবসাইটে ফোনটি ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশন সহ অন্তর্ভুক্ত আছে।

Julai Mondal 27 Dec 2024 11:35 PM IST

iQOO Z9 Turbo Endurance Edition আগামী মাসে বাজারে আসতে চলেছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনকে iQOO Z9 লং ব্যাটারি লাইফ এডিশন নামেও ডাকা হবে। আর এই ডিভাইসে 6400mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এই স্মার্টফোন iQOO Z9 Turbo এর নতুন ভার্সন হিসাবে আসবে।

আইকো গত কয়েক সপ্তাহ ধরে ওয়েইবোতে iQOO Z9 Turbo Endurance Edition এর ফিচার টিজ করছে। আজ আবার কোম্পানি নিশ্চিত করেছে যে এটি 2025 সালের জানুয়ারিতে চীনে লঞ্চ হবে। তবে লঞ্চের সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এই পোস্টে, সংস্থাটি আরও বলেছে যে ডিভাইসটির জন্য প্রি-বুকিং আজ থেকে শুরু হবে।

পোস্টে বলা হয়েছে, যারা স্মার্টফোনটি প্রি-বুক করবেন তারা বিনামূল্যে সারপ্রাইজ উপহার পাবেন। প্রি-বুকিং ওয়েবসাইটে ফোনটি ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশন সহ অন্তর্ভুক্ত আছে। iQOO এখনও ভারতে কোনও টার্বো সিরিজের স্মার্টফোন লঞ্চ করেনি, তাই এটি এদেশে আসবে কিনা তার কোনও নিশ্চয়তা নেই।

iQOO Z9 Turbo Endurance Edition এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 8s জেন 3 প্রসেসর সহ আসবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে পাওয়া যাবে 6.78 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন, যা 1.5K (2800×1260 পিক্সেল) রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, এইচডিআর 10+, ডলবি ভিশন সাপোর্ট করবে। এই ডিভাইসে থাকবে 12 জিবি/16 জিবি এলপিডিডিআর5এক্স র‌্যাম, 256 জিবি/512 জিবি ইউএফএস 4.0 স্টোরেজ। এর পাশাপাশি, এতে ওআইএস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। সেলফির জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ডিভাইসে 6400mAh ব্যাটারি দেওয়া হবে, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি IP64 রেটিং সহ আসবে।

Show Full Article
Next Story