এপ্রিলে নতুন ফোনের বৃষ্টি! ব্লকবাস্টার ফিচার্স নিয়ে এই তারিখে লঞ্চ হচ্ছে iQOO Z9 Turbo
গত কয়েক সপ্তাহে ধরেই আইকোর পরবর্তী বাজেট প্রিমিয়াম স্মার্টফোন, iQOO Z9 Turbo নিয়ে জল্পনা চলছে। আর এখন অনুরাগীদের...গত কয়েক সপ্তাহে ধরেই আইকোর পরবর্তী বাজেট প্রিমিয়াম স্মার্টফোন, iQOO Z9 Turbo নিয়ে জল্পনা চলছে। আর এখন অনুরাগীদের অপেক্ষার অবসান করে এই ফোনের লঞ্চের তারিখটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো আইকো। চলতি মাসেই বাজারে পা রাখতে চলেছে এটি। iQOO Z9 Turbo আসন্ন Redmi Turbo 3 এবং Realme GT Neo 6-এর সাথে লড়াই করবে বলে মনে করা হচ্ছে। কেননা তিনটি ফোনেই Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট রয়েছে।
iQOO Z9 Turbo লঞ্চ হবে এপ্রিলের শেষে
ভিভো (Vivo) অধীনস্থ ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে, তারা আগামী 24 এপ্রিল চীনে সবচেয়ে শক্তিশালী জেড-সিরিজ ফোন হিসাবে আইকো জেড9 টার্বো লঞ্চ করবে। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, আইকো জেড9 লাইনআপে আরও দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে - স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট সহ আইকো জেড9 এবং আইকো জেড9এক্স, যা স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসরে চলবে। তবে স্ট্যান্ডার্ড আইকো জেড9 এবং জেড9এক্স মডেলগুলি টার্বো ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
iQOO Z9 Turbo-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
আইকো নিশ্চিত করেছে যে, আইকো জেড9 টার্বো-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেট যুক্ত থাকবে। এমনকি, এতে বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলেও জানা গেছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য 6K ভিসি হিট ডিসিপেশন এবং গ্রাফিক্স পরিচালনার জন্য ডেডিকেটেড চিপ থাকবে৷ অন্যান্য রিপোর্ট অনুসারে, আইকো জেড9 টার্বো-তে 6.78 ইঞ্চির ফ্ল্যাট ওলেড (OLED) প্যানেল দেখা যাবে, যা 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 2160 হার্টজ পিডব্লিউএম (PWM) ডিমিং ও ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে।
এছাড়া, iQOO Z9 Turbo 12 জিবি/16 জিবি এলপিডিডি5এক্স র্যাম এবং 1 টিবি পর্যন্ত ইউএফএস 4.0 স্টোরেজ সহ আসবে বলে জানা গেছে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অরিজিনওএস 4 কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য, Z9 Turbo-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেম থাকবে। আর ফোনের সামনে একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাবে।