iQOO Z9 Turbo বড় ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, পাবেন সস্তায় 16 জিবি র‌্যাম

আইকো আজ (24 এপ্রিল) প্রত্যাশা মতোই তাদের বহু প্রতীক্ষিত পারফরম্যান্স-কেন্দ্রিক Z9 সিরিজের স্মার্টফোনগুলি চীনা বাজারে...
Ananya Sarkar 25 April 2024 12:41 AM IST

আইকো আজ (24 এপ্রিল) প্রত্যাশা মতোই তাদের বহু প্রতীক্ষিত পারফরম্যান্স-কেন্দ্রিক Z9 সিরিজের স্মার্টফোনগুলি চীনা বাজারে লঞ্চ করেছে। এই লাইনআপের টপ-এন্ড মডেলটি হল iQOO Z9 Turbo, যা সিরিজের একটি নতুন সংযোজন। এই লেটেস্ট হ্যান্ডসেটটি মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ গ্রেডের স্পেসিফিকেশন অফার করে। iQOO Z9 Turbo সিরিজের অন্যান্য মডেলগুলির তুলনায় বেশ আলাদা। এতে রয়েছে ওলেড (OLED) ডিসপ্লে, Snapdragon 8s Gen 3 প্রসেসর, 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং 6,000 এমএএইচ-এর বৃহৎ ব্যাটারি। আসুন iQOO Z9 Turbo-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iQOO Z9 Turbo-এর স্পেসিফিকেশন এবং ফিচার

আইকো জেড9 টার্বো-তে 6.72 ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন, 4,500 নিট পিক ব্রাইটনেস এবং 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ফোনটিতে সিরিজের বাকি মডেলের মতো ফ্ল্যাট ফ্রেম এবং আইকো 12-এর মতো বর্গাকার ক্যামেরা আইল্যান্ড দেখা যায়। ডিভাইসটি IP64-রেটেড ধুলো এবং জল-প্রতিরোধী চ্যাসিস সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য, আইকো জেড9 টার্বো-তে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের সনি আইএমএক্স882 প্রাইমারি সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। আর ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা রয়েছে।

এছাড়াও, iQOO Z9 Turbo ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যার সাথে সর্বাধিক 16 জিবি এলপিডিডিআর5এক্স ফিজিক্যাল র‍্যাম, 16 জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট এবং 512 জিবি পর্যন্ত ইউএফএস 4 স্টোরেজ যুক্ত রয়েছে। ডিভাইসটি হিট ডিসিপেশনের জন্য, একটি বড় 6K ভিসি লিকুইড কুলিং সিস্টেমের সাথে এসেছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, iQOO Z9 Turbo-এ 80 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 7.5 ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট সহ 6,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি অ্যান্ড্রয়েড 14 ওএস ভিত্তিক অরিজিনওএস 4 কাস্টম স্কিনে রান করে। এছাড়াও, iQOO Z9 Turbo-এ একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ওয়াইফাই-6, ব্লুটুথ 5.4 এবং ইউএসবি-সি পোর্ট রয়েছে৷

iQOO Z9 Turbo-এর মূল্য এবং লভ্যতা

iQOO Z9 Turbo-এর বেস 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে 1,999 ইউয়ান (প্রায় 22,985 টাকা)। উচ্চতর 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ মডেলটির মূল্য 2,399 ইউয়ান (প্রায় 27,600 টাকা)। আর 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ মডেলগুলি যথাক্রমে 2,299 ইউয়ান (প্রায় 26,450 টাকা) এবং 2,599 ইউয়ান (প্রায় 29,900 টাকা) মূল্যে কেনা যাবে। iQOO Z9 Turbo ভারত সহ বিশ্ববাজারে কবে প্রবেশ করবে, সে সম্পর্কে কোম্পানির তরফে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

Show Full Article
Next Story