- Home
- »
- প্রযুক্তি »
- iQOO Z9 Turbo+ 5G সনির লেটেস্ট ক্যামেরা...
iQOO Z9 Turbo+ 5G সনির লেটেস্ট ক্যামেরা ও 6400mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে
iQOO আজ চীনে তদের Z9 সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে iQOO Z9 Turbo+ 5G লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে প্রায় ২৭,০০০ টাকা...iQOO আজ চীনে তদের Z9 সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে iQOO Z9 Turbo+ 5G লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে প্রায় ২৭,০০০ টাকা থেকে। এই মিড রেঞ্জে ফোনে আছে ১.৫কে রেজোলিউশনের ওএলইডি ডিসপ্লে ও Sony LYT-600 ক্যামেরা সেন্সর। আবার iQOO Z9 Turbo+ 5G ডিভাইসে দেওয়া হয়েছে ৬,৪০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০+ প্রসেসর। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
iQOO Z9 Turbo+ 5G Price: আইকো জেড৯ টার্বো প্লাস ৫জি এর দাম
iQOO Z9 Turbo+ 5G এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,২৯৯ ইউয়ান, যা প্রায় ২৭,০০০ টাকার সমান। আবার এর ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৬০০ টাকা), ২৬৯৯ ইউয়ান (প্রায় ৩২,০০০ টাকা) ও ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩৪,২০০ টাকা)।
আইকো জেড৯ টার্বো প্লাস ৫জি এর স্পেসিফিকেশন ও ফিচার
আইকো জেড৯ টার্বো প্লাস ৫জি ফোনে আছে ৬.৭৮ ইঞ্চি হুয়াজিং সি৮ ওএলইডি ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এর স্ক্রিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত LPDDR5 র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। এর সাথে আছে সংস্থার নিজস্ব তৈরি কিউ১ চিপসেট।
আর তাপ নিয়ন্ত্রণের জন্য এই আইকিউ ডিভাইসে দেওয়া হয়েছে ৬কে ভিসি লিকুইড কুলিং সিস্টেম। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই আইকিউ জেড৯ টার্বো প্লাস ৫জি ফোনে ৬,৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিনওএস ৪ সফটওয়্যারে চলবে।
iQOO Z9 Turbo+ 5G এর ক্যামেরার কথা বললে, এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি আইপি৬৫ রেটিং সহ এসেছে।