iQOO Z9 Turbo+ মিড রেঞ্জে বাজার কাঁপাতে আসছে, 6000mAh ব্যাটারি সহ থাকবে OIS ক্যামেরা

iQOO Z9 Turbo+ শীঘ্রই বাজারে আসছে। আজ ভিভোর সাব-ব্র্যান্ডটির তরফে আসন্ন এই স্মার্টফোনের টিজার প্রকাশ করা হয়েছে। এই টিজারে আপকামিং ফোনটির ডিজাইন দেখানো হলেও, এর…

iqoo z9 turbo plus launching in mid september teaser reveal design specifications

iQOO Z9 Turbo+ শীঘ্রই বাজারে আসছে। আজ ভিভোর সাব-ব্র্যান্ডটির তরফে আসন্ন এই স্মার্টফোনের টিজার প্রকাশ করা হয়েছে। এই টিজারে আপকামিং ফোনটির ডিজাইন দেখানো হলেও, এর লঞ্চের তারিখ বা কোনো স্পেসিফিকেশন জানানো হয়নি। তবে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, iQOO Z9 Turbo+ সেপ্টেম্বর মাঝামাঝি কোনো সময়ে বাজারে আসবে।

iQOO Z9 Turbo+ স্মার্টফোনের ডিজাইন

টিজারে দেখা গেছে, আইকিউ জেড9 টার্বো প্লাস ফোনের সামনে ফ্লাট ডিসপ্লে দেখা যাবে। আর পিছনে স্কায়ারসেল ক্যামেরা আইল্যান্ড দেওয়া হবে, যার মধ্যে ডুয়েল টোন ফ্ল্যাশ সহ দুটি ক্যামেরা সেন্সর ‌থাকবে।

আরও পড়ুন : iPhone 16-কে টেক্কা দিতে পরের মাসেই আসছে Vivo X200 সিরিজ, থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা

আর এর ডান দিকে কিছু দেখা যায়নি। সেক্ষেত্রে বলতে বাধা নেই যে, আইকিউ জেড9 টার্বো প্লাস এর বাম দিকে ভলিউম রকার বা অন্যান্য বাটন থাকবে। অর্থাৎ আসন্ন ফোনটির ডিজাইন বছরের শুরুতে লঞ্চ হওয়া আইকিউ জেড9 টার্বো এর মতো হবে।

iQOO Z9 Turbo+ এর সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, iQOO Z9 Turbo+ হ্যান্ডসেটে 6.78 ইঞ্চি ফ্লাট ওলেড ডিসপ্লে দেওয়া হবে, যা 1.5কে রেজোলিউশন ও 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ‌ডিসপ্লের মধ্যে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন : বাজারে আসার আগেই সুপারহিট Huawei Mate XT, তিন‌ দিনের অর্ডার পার 30 লক্ষ

আর iQOO Z9 Turbo+ এর পিছনে ওআইএস সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্রসেসর ব্যবহার করা হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে 6,000 এমএইচ ব্যাটারি, যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

যদিও আইকিউ এর তরফে এখনও iQOO Z9 Turbo+ এর দাম জানানো হয়নি, তবে জনপ্রিয় এক টিপস্টার‌‌ বলেছেন‌ এর মূল্য ধার্য করা হবে 2000 ইউয়ান বা প্রায় 23 হাজার টাকার কাছাকাছি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন