ফোন আর গরম হবে না, বিশেষ VC লিকুইড কুলিং টেকনোলজি নিয়ে হাজির হচ্ছে iQOO
আইকো চীনে তাদের পরবর্তী প্রজন্মের Z-সিরিজের ফোন লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত iQOO Z9x, iQOO Z9...আইকো চীনে তাদের পরবর্তী প্রজন্মের Z-সিরিজের ফোন লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত iQOO Z9x, iQOO Z9 এবং iQOO Z9 Turbo নামে তিনটি মডেল আগামী 24 এপ্রিল বাজারে আসতে চলেছে। সম্প্রতি এক টিপস্টার প্রতিটি স্মার্টফোনের স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস করেছেন। আর এখন, ব্র্যান্ডের তরফে একটি নতুন টিজার প্রকাশ করা হয়েছে, যেখানে টপ-এন্ড iQOO Z9 Turbo-এর গেমিং পারফরম্যান্স এবং শক্তিশালী কুলিং মেকানিজমের মতো বিশেষত্বকে তুলে ধরা হয়েছে।
প্রকাশিত হল iQOO Z9 Turbo-এর নতুন টিজার
ভিভো অধীনস্থ ব্র্যান্ডটি আগামী 24 এপ্রিল চীনে আইকো জেড9 সিরিজটি প্রকাশ করতে চলেছে৷ প্রসঙ্গত, আইকো জেড9 গত মাসে ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। আর এখন, কোম্পানির চীনা শাখা দ্বারা প্রকাশ করা টিজারে দেখানো হয়েছে যে আইকো জেড9 টার্বো এবং আইকো জেড9-এ ব্র্যান্ডের সবচেয়ে বড় ভেপার চেম্বার রয়েছে।
সংস্থার তরফে সেই শক্তিশালী প্রক্রিয়াটিকে 6কে ক্যানোপি ভিসি লিকুইড কুলিং (6K Canopy VC Liquid Cooling) হিসাবে উল্লেখ করা হয়েছে, যা তাপ কম রাখতে সাহায্য করে। গেমিং পারফরম্যান্সের জন্য, আইকো এই টিজারের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছে যে আইকো জেড9 টার্বো অনার অফ কিংস (Honor of Kings) মোবাইল গেমে প্রতি সেকেন্ডে 120 ফ্রেম অফার করে।
অন্যান্য স্পেসিফিকেশনের ক্ষেত্রে, iQOO Z9 Turbo মডেলটি Qualcomm Snapdragon 8s Gen 3-এর সাথে আসবে বলে আশা করা হচ্ছে, যা এলপিডিডিআর5এক্স র্যাম এবং ইউএফএস 4.0 স্টোরেজের সাথে যুক্ত থাকবে। পুরো Z9 লাইনআপটি বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে, যা 80 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং (iQOO Z9x-এ 44 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং) সাপোর্ট করবে।