iQOO Z9s ও iQOO Z9s Pro গেমিং ফোন ভারতে লঞ্চ হল, কম দামে Sony ক্যামেরার সাথে শক্তিশালী ব্যাটারি
iQOO আজ ভারতে iQOO Z9s 5G সিরিজ লঞ্চ করল। এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন এসেছে - iQOO Z9s এবং iQOO Z9s Pro। এই ফোনগুলি...iQOO আজ ভারতে iQOO Z9s 5G সিরিজ লঞ্চ করল। এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন এসেছে - iQOO Z9s এবং iQOO Z9s Pro। এই ফোনগুলি মিড-রেঞ্জে 5G কানেক্টিভিটি অফার করবে। গেমিং প্রেমীদের জন্য ডিভাইসগুলি সেরা হবে। iQOO Z9s ও iQOO Z9s Pro হ্যান্ডসেটে 6.7 ইঞ্চি 120 হার্টজ 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস), 4K ভিডিও রেকর্ডিং এবং সুপার নাইট মোড যুক্ত ক্যামেরা সেন্সর। আসুন ফোন দুটির দাম এবং ফিচার সবিস্তারে জেনে নেওয়া যাক।
ভারতে iQOO Z9s ও iQOO Z9s Pro এর দাম
iQOO Z9s ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 19,999 টাকা। এটি আরও দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - 8 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 256 জিবি, এই দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 21,999 টাকা ও 23,999 টাকা। স্মার্টফোনটি টাইটানিয়াম ম্যাট এবং অনিক্স গ্রিন কালারে এসেছে।
এদিকে iQOO Z9s Pro একই মেমরি ভ্যারিয়েন্টে এসেছে। 8 জিবি + 128 জিবি: 24,999 টাকা, 8 জিবি + 256 জিবি: 26,999 টাকা, 12 জিবি + 256 জিবি: 28,999 টাকা। এটি লাক্স মার্বেল এবং ফ্ল্যামবয়েন্ট অরেঞ্জে সহ ভেগান লেদার ফিনিশ সহ পাওয়া যাবে।
iQOO Z9s সিরিজের প্রথম সেল
আইকিউ জেড9এস প্রো এর প্রথম সেল 23 আগস্ট iQOO এর অনলাইন স্টোর এবং অ্যামাজন থেকে শুরু হবে। এই সেলে আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট 3,000 টাকা ডিসকাউন্ট ও 3,000 টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।
আইকিউ জেড9এস ফোনটিও 29 আগস্ট iQOO এর অনলাইন স্টোর এবং অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে। এখানেও 3,000 টাকা ফ্লাট ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।
iQOO Z9s Pro এর ফিচার ও স্পেসিফিকেশন
ডিসপ্লে: 6.67 ইঞ্চি ফুল এইচডি+ (২৩৯২×১০৮০ পিক্সেল) কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 4500 নিটস পিক ব্রাইটনেস।
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর, অ্যাড্রিনো ৭২০ জিপিইউ, 12 জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল র্যাম।
ক্যামেরা: 50 মেগাপিক্সেল সনি আইএমএক্স882 প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি ও চার্জিং: 5500mAh ব্যাটারি, 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
সফটওয়্যার: অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচওএস 14, 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 3 বছরের সফ্টওয়্যার আপডেট পাওয়া যাবে।
অন্যান্য ফিচার: ধুলো ও জল প্রতিরোধের জন্য IP64 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াই-ফাই 6, ওয়েট টাচ প্রযুক্তি, তরল কুলিং সিস্টেম এবং ডুয়াল স্টেরিও স্পিকার।
iQOO Z9s এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: 6.67 ইঞ্চি ফুল এইচডি+ (২৩৯২×১০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস।
প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর, মালি-জি৬১৫ জিপিইউ।
ক্যামেরা: ওআইএস সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল সোনি আইএমএক্স882 প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি ও চার্জিং: 5500mAh ব্যাটারি, 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
সফটওয়্যারঃ অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচওএস 14, অ্যান্ড্রয়েড আপডেট 2 বছর, সফটওয়্যার আপডেট 3 বছর।
অন্যান্য ফিচার: ধুলো ও জল প্রতিরোধের জন্য IP64 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াই-ফাই 6.