2000 টাকা ডিসকাউন্ট, কাল প্রথম সেলে iQOO Z9s কম দামে কেনার বিরাট সুযোগ

আগামীকাল অর্থাৎ 29 আগস্ট থেকে শুরু হবে iQOO Z9s ফোনের প্রথম সেল। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে দুপুর 12টায় এই সেল শুরু হবে। আইকোর নতুন এই…

iqoo z9s first sale in india tomorrow price starting rs 17999

আগামীকাল অর্থাৎ 29 আগস্ট থেকে শুরু হবে iQOO Z9s ফোনের প্রথম সেল। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে দুপুর 12টায় এই সেল শুরু হবে। আইকোর নতুন এই স্মার্টফোন Poco X6 Pro, Nothing Phone 2A, OnePlus Nord CE 4 Lite এর সাথে প্রতিযোগিতা করবে। এই ডিভাইসে আছে শক্তিশালী 5500 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল সনি আইএমএক্স882 OIS ক্যামেরা। আসুন iQOO Z9s প্রথম সেলে কি কি অফারের সাথে পাওয়া যাবে জেনে নেওয়া যাক।

iQOO Z9s এর ভারতে মূল্য এবং সেল অফার

আইকিউ জেড9এস তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এরমধ্যে 8 জিবি + 128 জিবি স্টোরেজ মডেলের দাম 19,999 টাকা। আর 8 জিবি + 256 জিবি স্টোরেজ মডেলের দাম ২১,৯৯৯ টাকা থেকে। আবার 12 জিবি + 256 জিবি স্টোরেজ মডেল কিনতে খরচ হবে 23,999 টাকা।

লঞ্চ অফারের কথা বললে, নতুন iQOO ফোন কেনার সময় আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,000 টাকা ছাড় দেওয়া হবে।

iQOO Z9s এর বিশেষ বিশেষ ফিচার

iQOO Z9s ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট। এর সামনে দেখা যাবে এইচডিআর 10 প্লাস সার্টিফিকেশন প্রাপ্ত ও 1800 নিটস পিক ব্রাইটনেস যুক্ত 6.77 ইঞ্চি 120 হার্টজ 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। নতুন এই iQOO ফোনে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP64 রেটিং উপস্থিত।

ফটোগ্রাফির কথা বললে iQOO Z9s এর পিছনে ডুয়াল-ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50-মেগাপিক্সেল সনি আইএমএক্স882 OIS প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল পোট্রেট সেন্সর।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচ ওএস 14 কাস্টম স্কিনে চলে। iQOO Z9s দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেটের পাবে। এই ফোনে 5,500 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রিটেল বক্সে এই চার্জার পাওয়া যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন