সবচেয়ে পাতলা কার্ভড ডিসপ্লের iQOO Z9s ফোনের প্রথম সেল আজ, রয়েছে চমৎকার ক্যামেরা

iQOO Z9s আজ 29 আগস্ট ভারতে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে দুপুর ১২টায় এটি কেনা যাবে। লঞ্চ অফারে ক্রেতারা 2,000…

iqoo z9s goes on first sale in india today at 17999 rupees on amazon

iQOO Z9s আজ 29 আগস্ট ভারতে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে দুপুর ১২টায় এটি কেনা যাবে। লঞ্চ অফারে ক্রেতারা 2,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট পাবেন। বিশেষত্বের কথা বললে, এটা হল সেগমেন্টের সবচেয়ে পাতলা কার্ভড ডিসপ্লের ফোন। আর এতে আছে 5,500 এমএএইচ ব্যাটারি। আসুন এর ফিচার, দাম ও অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

iQOO Z9s এর স্পেসিফিকেশন

iQOO Z9s ফোনের সামনে দেখা যাবে 6.77 ইঞ্চি 120 হার্টজ 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা 1800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর আইকোর এই ডিভাইসের পিছনে 50-মেগাপিক্সেল সনি আইএমএক্স882 OIS প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল পোট্রেট সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান।

এদিকে এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট ও অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচ ওএস 14 কাস্টম স্কিন। সংস্থার তরফে বলা হয়েছে যে, iQOO Z9s দুই বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেটের পাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,500 এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দামের কথা বললে, iQOO Z9s এর 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে 19,999 টাকা। আর 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ মডেলের দাম 21,999 টাকা। এদিকে 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ মডেল কিনতে খরচ হবে 23,999 টাকা। আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে মাধ্যমে পেমেন্ট 2,000 টাকা ছাড় দেওয়া হবে।