প্রথম সেলে 3000 টাকা ছাড়ে iQOO Z9s Pro, পাবেন 50 হাজার টাকা জেতার সুযোগ
সম্প্রতি iQOO Z9s 5G সিরিজের অধীনে iQOO Z9s Pro ফোনটি ভারতে লঞ্চ হয়। আজ এই স্মার্টফোনের প্রথম সেল শুরু হচ্ছে। আর এই...সম্প্রতি iQOO Z9s 5G সিরিজের অধীনে iQOO Z9s Pro ফোনটি ভারতে লঞ্চ হয়। আজ এই স্মার্টফোনের প্রথম সেল শুরু হচ্ছে। আর এই সেলে লোভনীয় লঞ্চ অফার দেওয়া হচ্ছে। iQOO Z9s Pro ডিভাইসে আছে বড় অ্যামোলেড ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং ফাস্ট চার্জিং সাপোর্টসহ বড় ব্যাটারি। আসুন এর দাম, ফিচার এবং অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
iQOO Z9s Pro 5G এর প্রথম সেলে দাম ও লঞ্চ অফার
iQOO Z9s Pro 5G তিনটি ভিন্ন ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা, 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 26,999 টাকা এবং 12 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 28,999 টাকা। এটি কমলা এবং মার্বেল (সাদা) রঙে এসেছে।
আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে 3000 টাকা ছাড় দেওয়া হবে। যারপর ফোনের বেস 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে 21,999 টাকায়। শুধু তাই নয়, এর সাথে 3,000 টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাচ্ছে। আবার আইকিউ জেড৯এস প্রো 5জি 6 মাসের নো-কস্ট ইএমআইতেও কেনা যাবে। এছাড়াও, ক্রেতারা অ্যামাজনে স্পিন এবং উইন গেম খেলতে পারবেন, সাথে অ্যামাজন পে ব্যালেন্স হিসাবে 50,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন।
iQOO Z9s Pro 5G এর বেসিক স্পেসিফিকেশন
আইকিউ জেড৯এস প্রো 5জি ডুয়েল সিম সাপোর্ট সহ এসেছে এবং এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচ ওএস 14 কাস্টম স্কিনে চলে। এতে রয়েছে 6.77 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন 2392 × 1080 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120 হার্টজ। এই ফোনে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে মালি -615 জিপিইউ যুক্ত।
ফটোগ্রাফির জন্য, এই স্মার্টফোনের পিছনে 50-মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর এবং 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা উপস্থিত। এতে এআই ইরেজার এবং এআই ফটো এনহ্যান্সিংয়ের মতো ফিচার রয়েছে। সেলফির জন্য এই ফোনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 80W ফ্ল্যাশচার্জ সাপোর্ট সহ 5500mAh ব্যাটারি।