লঞ্চের আগেই iQOO Z9s ও iQOO Z9s Pro ফোনের ক্যামেরা সহ বিভিন্ন ফিচার ফাঁস, সামনে এল দামও
আইকিউ ২১ আগস্ট ভারতে তার দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই নতুন ফোনগুলির নাম হবে iQOO Z9s এবং iQOO Z9s Pro। যদি...আইকিউ ২১ আগস্ট ভারতে তার দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই নতুন ফোনগুলির নাম হবে iQOO Z9s এবং iQOO Z9s Pro। যদি ডিভাইসগুলি লঞ্চ হতে এখনও কয়েকদিন বাকি আছে, তবে এরই মধ্যে এদের প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা ও কালার অপশন সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে। আইকিউয়ের ওয়েবসাইটে এই ফোনগুলির ল্যান্ডিং পেজে বিভিন্ন তথ্য আপডেট করছে। আপডেটেড পেজ অনুযায়ী, আসন্ন iQOO Z9s ও iQOO Z9s Pro ডিভাইসে ৮০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং এবং ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা থাকবে।
iQOO Z9s এর ফিচার এবং স্পেসিফিকেশন
আইকিউ জেড৯এস ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ কার্ভড OLED ডিসপ্লে থাকবে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে ডাইমেনসিটি ৭৩০০। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা দেওয়া হতে পারে। এগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রধান লেন্স সহ ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা। এর প্রাইমারি ক্যামেরায় ওআইএস সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। তবে ব্যাটারির ফাস্ট চার্জিং প্রযুক্তি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। আইকিউ জেড৯এস অনিক্স গ্রিন এবং টাইটানিয়াম ম্যাট কালার অপশনএ পাওয়া যাবে। আর জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে থাকবে আইপি৬৪ রেটিং।
iQOO Z9s Pro এর বৈশিষ্ট্য
আইকিউ জেড৯এস প্রো ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটেথ কার্ভড এজ OLED ডিসপ্লের সাথে আসবে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল হবে ৪৫০০ নিটস। পারফরম্যান্সের জন্য থাকবে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩। ক্যামেরার কথা বললে এই স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেখা যাবে। এছাড়াও এই ফোনে ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও পাবেন।
আবার আইকিউ জেড৯এস প্রো মডেলে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি ফ্ল্যামবয়েন্ট অরেঞ্জ এবং লাক্স মার্বেল কালারে পাওয়া যাবে।
এদিকে আইকোর এই ফোনগুলিতে AI Erase এবং AI Photo Enhancement এর মতো ফিচার থাকবে। অপারেটিং সিস্টেমের কথা বললে, ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস১৫ কাস্টম স্কিনে চলবে। নতুন আইকিউ জেড৯এস সিরিজের দাম শুরু হতে পারে ২০ হাজার টাকা থেকে।