iQOO Z9x 5G: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ভারতে আসছে আইকোর নতুন ফোন, থাকবে ২৪ জিবি র‌্যাম

খুব শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে iQOO Z9x 5G। এদেশে ডিভাইসটির আগমন নিশ্চিত থাকলেও, নির্দিষ্ট কোনো লঞ্চের তারিখ...
Ananya Sarkar 11 May 2024 1:04 PM IST

খুব শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে iQOO Z9x 5G। এদেশে ডিভাইসটির আগমন নিশ্চিত থাকলেও, নির্দিষ্ট কোনো লঞ্চের তারিখ জানা যাচ্ছিলো না। তবে আজ iQOO তাদের এই আপকামিং Z-সিরিজের স্মার্টফোনের জন্য প্রথম টিজার ইমেজ রিলিজ করলো। টিজার অনুসারে, হ্যান্ডসেটটি আগামী ১৬ই মে ভারতে লঞ্চ হবে। এছাড়া আগমনের পর iQOO Z9x স্মার্টফোন ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon -এর মাধ্যমে বিক্রি হবে বলেও নিশ্চিত করা হয়েছে।

লঞ্চের পর Amazon-এ উপলব্ধ হবে iQOO Z9x 5G, নিশ্চিত করলো স্বয়ং সংস্থা

অনলাইন শপিং পোর্টাল অ্যামাজনের পোর্টালে হালফিলে আইকো জেড৯এক্স ৫জি ফোনের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরী করা হয়েছে। এই মাইক্রোসাইটে শেয়ার করা টিজারে, আসন্ন হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে বর্গাকৃতির ক্যামেরা মডিউল দেখা গেছে। এছাড়া এর ফিচার বা অন্যান্য ডিজাইন বিবরণ সম্পর্কে আর কিছুই প্রকাশ করা হয়নি।

তবে পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্টে, iQOO Z9x 5G হবে Z-সিরিজের অধীনে ভারতে আসা অন্যতম সাশ্রয়ী মূল্যের একটি হ্যান্ডসেট। কয়েক দিন আগেই আইকো সংস্থার ভারতীয় শাখার ওয়েবসাইটে এই ফোনের একটি সাপোর্ট পেজ লাইভ হয়। যেখানে আসন্ন মডেলটি বিদ্যমান Vivo T3x 5G ফোন দ্বারা অনুপ্রাণিত হবে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।

জানিয়ে রাখি, iQOO Z9x 5G ফোন ইতিমধ্যেই অর্থাৎ ২৫শে এপ্রিল চীনে আত্মপ্রকাশ করেছে। এক্ষেত্রে ডিভাইসটির ভারতীয় সংস্করণ চীনা ভ্যারিয়েন্টের অনুরূপ ফিচার অফার করবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে টিজার ইমেজে, ভারতে আসন্ন iQOO Z9x 5G ফোনে চীনা ভ্যারিয়েন্টের অনুরূপ ব্যাক ডিজাইন দেখে গেছে। ফলে সম্ভাবনা আছে মূল মডেলের যাবতীয় ফিচার হ্যান্ডসেটটির ভারতীয় সংস্করণে বিদ্যমান থাকবে।

iQOO Z9x 5G স্পেসিফিকেশন (চীনা ভ্যারিয়েন্ট)

আইকো জেড৯এক্স ৫জি ফোনে রয়েছে টিইউভি রাইনল্যান্ড প্রত্যয়িত ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০৮x১০৮০ পিক্সেল) স্ট্রিপ-ডাউন LCD ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৪০০:১ কনট্রাস্ট রেশিও এবং ১০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই টাচস্ক্রিনের উপরিভাগে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা (অ্যাপারচার : এফ/২.০৫) অবস্থিত। আবার ব্যাক প্যানেলে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ / ব্লার লেন্স। নিরাপত্তার জন্য আইকো ব্র্যান্ডের এই হ্যান্ডসেটের পাওয়ার বাটনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেডেড থাকছে।

iQOO Z9x 5G স্মার্টফোনে ৪ এনএম প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর ও অ্যাড্রেন ৭১০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এটি ১২ জিবি র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ অফার করে। আবার অতিরিক্তভাবে আরো ১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ফিচারও সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিন ওএস ৪ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। iQOO Z9x ফোনে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সমর্থিত ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এটি IP64-সার্টিফায়েড হওয়ায় ধুলো এবং জল প্রতিরোধী। ফোনটির পরিমাপ ১৬৫.৭০x৭৬x৭.৯৯ মিমি এবং ওজন ১৯৯ গ্রাম।

Show Full Article
Next Story