iQOO ভারতে দুর্দান্ত ফোন আনার ইঙ্গিত দিল, 44W চার্জিং সহ থাকবে 6,000mah ব্যাটারি
iQOO Z9x 5G ভারতীয় বাজারে পরবর্তী আইকো ব্র্যান্ডের স্মার্টফোন হিসেবে শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। কেননা এখন এই...iQOO Z9x 5G ভারতীয় বাজারে পরবর্তী আইকো ব্র্যান্ডের স্মার্টফোন হিসেবে শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। কেননা এখন এই আসন্ন ফোনটিকে আইকোর ভারতীয় শাখার ওয়েবসাইটের স্পেয়ার পার্টসের পেজে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় iQOO Z9x 5G-এর পাওয়ার অ্যাডাপ্টার, ইউএসবি কেবল, ব্যাটারি, ক্যামেরা, মাদারবোর্ড এবং স্ক্রিন অ্যাসেম্বলি-এর বিভিন্ন যন্ত্রাংশের দাম উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি, এই লিস্টিংয়ে আইকো ফোনটির সম্ভাব্য র্যাম এবং স্টোরেজ বিকল্পেরও ইঙ্গিত দেওয়া হয়েছে। চলুন এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
iQOO Z9x 5G-এর মেমরি ভ্যারিয়েন্ট প্রকাশ করল iQOO India ওয়েবসাইট
আইকো ইন্ডিয়া ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আইকো জেড৯এক্স ৫জি তিনটি র্যাম এবং স্টোরেজ বিকল্পের সাথে আসবে: ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, এবং ৮ জিবি র্যাম+ ১২৮ জিবি স্টোরেজ। রিপোর্ট অনুযায়ী, আইকো জেড৯এক্স ৫জি হবে ভিভো টি৩এক্স ৫জি ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ। সম্প্রতি, জেড৯এক্স ৫জি একটি ভিন্ন রিয়ার ক্যামেরা ডিজাইনের সাথে প্রায় একইরকম স্পেসিফিকেশন সহ চীনে লঞ্চ হয়েছে। আসুন ফোনটির প্রত্যাশিত স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।
iQOO Z9x 5G স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
আইকো জেড৯এক্স ৫জি তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৭২ ইঞ্চির ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে থাকতে পারে। পারফরম্যান্সের জন্য, ফোনটি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেটে চলবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এই হ্যান্ডসেটে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য, iQOO Z9x 5G হ্যান্ডসেটের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের Samsung S5KJNS প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের GalaxyCore GC02M1B ডেপ্থ সেন্সর উপস্থিত থাকবে। আর ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের Samsung S5K4H7 ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ভিত্তিক ফানটাচ ওএস ১৪ (FunTouch OS 14) কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে, যা ব্যবহারকারীদের লেটেস্ট সফ্টওয়্যার এক্সপেরিয়েন্স প্রদান করবে। iQOO Z9x 5G এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল স্পিকার এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক। যদিও Z9x-এর চীনা সংস্করণে একটি আইআর ব্লাস্টার যুক্ত রয়েছে, তবে এটি ভারতীয় সংস্করণে উপলব্ধ হওয়ার সম্ভাবনা কম।
এছাড়া, ১৬৫.৭০ x ৭৬ x ৭.৯৯ মিলিমিটার পরিমাপ এবং ১৯৯ গ্রাম ওজনের iQOO Z9x 5G একটি বড় ব্যাটারি অফার করা সত্ত্বেও একটি স্লিক এবং বহনযোগ্য ডিভাইস হবে বলে আশা করা হচ্ছে। এটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৭৪ (IP64) রেটিং প্রাপ্ত চ্যাসিস সহ আসবে বলে আশা করা হচ্ছে।