itel A05s: আমজনতার জন্য জলের দরে সুন্দর স্মার্টফোন আনল আইটেল, দেখলেই পছন্দ হবে

আইটেল তাদের A-সিরিজের স্মার্টফোন লাইনআপের নতুন সংযোজন হিসাবে চুপিসারে Itel A05s ভারতের বাজারে লঞ্চ করেছে। ৭,০০০ টাকারও কম দামের এই স্মার্টফোনটি বড় এলসিডি ডিসপ্লে, Unisoc…

আইটেল তাদের A-সিরিজের স্মার্টফোন লাইনআপের নতুন সংযোজন হিসাবে চুপিসারে Itel A05s ভারতের বাজারে লঞ্চ করেছে। ৭,০০০ টাকারও কম দামের এই স্মার্টফোনটি বড় এলসিডি ডিসপ্লে, Unisoc SC9863A প্রসেসর, ৪,০০০ এমএএইচ ব্যাটারি, ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা অফার করে৷ আসুন এই নয়া এন্ট্রি লেভেল হ্যান্ডসেটটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Itel A05s-এর মূল্য এবং লভ্যতা

আইটেল এ০৫এস ইতিমধ্যেই আইটেল ইন্ডিয়ার ওয়েবসাইটে কেনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। মাত্র ৬,৪৯৯ টাকা মূল্যের এই এন্ট্রি লেভেল ফোনটি ক্রেতারা নেবুলা ব্ল্যাক, মেডো গ্রিন, ক্রিস্টাল ব্লু এবং গ্লোরিয়াস অরেঞ্জ – এই চারটি কালার অপশনে বেছে নিতে পারবেন৷

Itel A05s-এর স্পেসিফিকেশন এবং ফিচার

আইটেল এ০৫এস-এ টিয়ারড্রপ নচ সহ ৬.৬ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ১,৬১২ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ২৭০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে৷ আইটেল এ০৫এস ইউনিসক এসসি৯৮৬৪এ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার ক্লক স্পিড ১.৬ গিগাহার্টজ। ডিভাইসটি ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ এসেছে। তবে অতিরিক্ত স্টোরেজের জন্য, এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও অন্তর্ভুক্ত রয়েছে। এই আইটেল ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর গো এডিশনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Itel A05s-এর পিছনে বর্গাকার-আকৃতির ক্যামেরা মডিউলটিতে একটিমাত্র ৫ মেগাপিক্সেল ক্যামেরা, একটি এলইডি ফ্ল্যাশ এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, itel A05s-এ ৪,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে মনে করা হচ্ছে যে ডিভাইসটি অন্তত ১০ ওয়াট চার্জিং অফার করবে।

এই এন্ট্রি-লেভেল ফোনটি চার্জিংয়ের জন্য ইউএসবি-সি পোর্ট সাপোর্ট করে। ব্র্যান্ড দাবি করেছে যে, এটি ৭.৫ ঘন্টা টকটাইম এবং ৩২ দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করতে সক্ষম। এছাড়াও, ডিভাইসটিতে মিলবে ডুয়েল সিম সাপোর্ট, ৪জি ভিওএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক।