৪৯৯ টাকায় বুক করুন itel A60s ও itel P40+, ৪ জিবি র‌্যামের সাথে রয়েছে ৭০০০mAh ব্যাটারি

আইটেল সম্প্রতি দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই দুই ফোন হল itel P40+ ও A60s। এগুলি বাজেট রেঞ্জে লঞ্চ হয়েছে। আজ রাত ১২টা...
techgup 14 July 2023 1:33 PM IST

আইটেল সম্প্রতি দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই দুই ফোন হল itel P40+ ও A60s। এগুলি বাজেট রেঞ্জে লঞ্চ হয়েছে। আজ রাত ১২টা থেকে শুরু হতে চলা অ্যামাজন প্রাইম ডে সেল চলাকালীন এই দুটি ডিভাইসের বিক্রি শুরু হবে। আপাতত এদের প্রি-বুকিং চলছে। তাই আপনি কোনো সস্তা স্মার্টফোন খোঁজ করলে itel P40+ ও A60s প্রি-বুক করতে পারেন।

itel A60s ও P40+ এর সেল শুরু হচ্ছে

আইটেল এ৬০এস ও আইটেল পি৪০ প্লাস ফোন দুটির প্রি-বুকিং চলছে। আর এই প্রি-বুকিং চলবে আজ রাত ১০টা পর্যন্ত। মাত্র ৪৯৯ টাকা দিয়ে বুক করা যাবে ডিভাইসগুলি।

আর রাত ১২টা থেকে ফোনগুলির সেল শুরু হবে। তবে শুরুতে আইটেল এ৬০এস ও আইটেল পি৪০ প্লাস অর্ডার করতে পারবেন একমাত্র অ্যামাজন প্রাইম মেম্বাররা। যদিও আগামীকাল দুপুর থেকে নন-প্রাইম মেম্বাররাও এই সুবিধা পাবেন।

itel P40+ ও A60s এর দাম

itel P40+ এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,০৯৯ টাকা। এটি ফরেস্ট ব্ল্যাক এবং আইস সায়ান কালারে এসেছে। অন্যদিকে itel A60s-এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৬,২৯৯ টাকা। এটিকে শ্যাডো ব্ল্যাক, মুনলাইট ভায়োলেট এবং গ্লেসিয়ার গ্রিন কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

itel P40+ এর ফিচার

ডিসপ্লে- ৬.৮ ইঞ্চি এইচডি+
প্রসেসর- আনসিওক টি৬০৬
ভ্যারিয়েন্ট - ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ
ব্যাটারি - ৭০০০ এমএএইচ
ক্যামেরা- ১৩ মেগাপিক্সেল (রিয়ার), ৮ মেগাপিক্সেল (ফ্রন্ট)

itel A60s এর ফিচার

ডিসপ্লে- ৬.৬ ইঞ্চি এইচডি+
প্রসেসর- Unsioc SC9863A
ভ্যারিয়েন্ট - ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ
ব্যাটারি- ৫০০০ এমএএইচ
ক্যামেরা- ৮ মেগাপিক্সেল + কিউভিজিএ (রিয়ার), ৫ মেগাপিক্সেল (ফ্রন্ট)
অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড ১২

Show Full Article
Next Story