সস্তায় itel A80 দেবে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ 5000mAh ব্যাটারি, থাকবে 120Hz ডিসপ্লে

আইটেল A80 ফোনে 120Hz রিফ্রেশ রেটের বড় 6.7-ইঞ্চি IPS LCD ডিসপ্লে উপস্থিত যা দুর্দান্ত ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স প্রদান করে। এই ডিসপ্লে 500 নিট পর্যন্ত ব্রাইটনেসের সাথে এসেছে।

Ankita Mondal 23 Dec 2024 5:02 PM IST

আইটেলের সস্তা ফোন itel A80 ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানি ইতিমধ্যেই নিজেদের ওয়েবসাইটে এই স্মার্টফোনের টিজার প্রকাশ করতে শুরু করেছে। আজ একটি টিজার পোস্টারে এই ডিভাইসের ডিজাইনও সামনে আনা হয়েছে‌। এখান থেকে ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন সম্পর্কে জানা গেছে। পাশাপাশি, টিজারে বলা হয়েছে যে itel A80 হাই-রিফ্রেশ রেটের ডিসপ্লের সাথে আসবে। আসুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

আইটেল ইন্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে itel A80 স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে। ফলে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই ভারতের বাজারে পাওয়া যাবে এটি। তবে কোম্পানি এখনও এর লঞ্চের তারিখ ঘোষণা করেনি। আইটেলের ওয়েবসাইটে প্রকাশ করা টিজার পোস্টারে ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন দেখা গেছে।

itel A80 এর স্পেসিফিকেশন

আইটেল A80 একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন। ইতিমধ্যেই এটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, তাই এর স্পেসিফিকেশন আমাদের জানা। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটের বড় 6.7-ইঞ্চি IPS LCD ডিসপ্লে উপস্থিত যা দুর্দান্ত ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স প্রদান করে। এই ডিসপ্লে 500 নিট পর্যন্ত ব্রাইটনেসের সাথে এসেছে।

ফটোগ্রাফির জন্য, আইটেল ডিভাইসের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে, যা ভাল ছবি তুলতে সক্ষম এবং সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দেওয়ার জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহারে সারাদিন চলতে পারে। এই ফোনে রয়েছে IP54 রেটিং, যা জলের ছিটে ও ধুলোবালি থেকে বডিকে সুরক্ষিত রাখে। চার্জিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story