itel A80 হবে 50 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন, 8000 টাকার কমে 8 জিবি র‌্যাম

সংস্থা 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ itel A80 লঞ্চ করবে। কম বা বেশি যেকোনো আলোতেই ক্রিস্টাল ক্লিয়ার ছবি তুলতে সক্ষম হবে এই ফোন।

Julai Mondal 27 Dec 2024 11:51 PM IST

itel ভারতে A সিরিজের অধীনে একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার নাম itel A80। সংস্থাটি তাদের অফিসিয়াল সাইটে ডিভাইসটির ব্যাক প্যানেলের ডিজাইন প্রকাশ করেছে। আবার জানা গেছে এই ফোনের সেন্টারে পাঞ্চ-হোলের মধ্যে সেলফি ক্যামেরা থাকবে এবং ডিভাইসটি 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ আসবে। এছাড়া এতে 8GB RAM থাকতে পারে এবং এই ফোনের দাম 8000 টাকার মধ্যে হতে পারে। আসুন স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

itel A80 এর স্পেসিফিকেশন (ফাঁস)

মাইস্মার্টপ্রাইসের রিপোর্ট অনুসারে, সংস্থাটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ itel A80 লঞ্চ করবে। কম বা বেশি যেকোনো আলোতেই ক্রিস্টাল ক্লিয়ার ছবি তুলতে সক্ষম হবে এই ফোন। এর রিয়ার এবং সেলফি ক্যামেরা ইনস্টাগ্রামের জন্য ফটো ক্যাপচার করার জন্য ডিজাইন করা হয়েছে।

আবার ধুলো-জল প্রতিরোধী IP54 রেটিং সহ আসবে itel A80। এতে 4 জিবি ফিজিক্যাল র‌্যাম এবং 4 জিবি ভার্চুয়াল র‌্যাম সহ 128 জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে

রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতে এর দাম 8,000 টাকারও কম রাখা হবে। এটি সেগমেন্টের অন্যতম শক্তিশালী এবং স্টাইলিশ স্মার্টফোন হবে। টিজারে দেখা গেছে এর পিছনে রিং এলইডি লাইট সহ টেক্সচার্ড ডিজাইন দেখা যাবে। আসন্ন ডিভাইসটিতে এলসিডি ডিসপ্লে, ইউনিসক চিপসেট, বড় ব্যাটারি এবং আরও অনেক কিছু থাকতে পারে।

Show Full Article
Next Story