এত সস্তায় স্মার্টফোনে এই ফিচার প্রথমবার! দেশের বাজার তুলকালাম করতে আসছে Itel S23+
গত জুন মাসে আইটেল ভারতে মাত্র ৮,৭৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে itel S23 লঞ্চ করেছে। আবার, কোম্পানিটি সম্প্রতি আফ্রিকায় itel...গত জুন মাসে আইটেল ভারতে মাত্র ৮,৭৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে itel S23 লঞ্চ করেছে। আবার, কোম্পানিটি সম্প্রতি আফ্রিকায় itel S23+ মডেলটি রিলিজ করেছে। আর এখন শোনা যাচ্ছে যে, ফোনটি শীঘ্রই এদেশের বাজারেও পা রাখতে চলেছে। টিপস্টার ঈশান আগরওয়ালের দাবি, itel S23+ হবে ভারতের প্রথম ফোন, যা ১৫,০০০ টাকারও কম মূল্যে 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে অফার করবে। আফ্রিকায় লঞ্চ হওয়ার কারণে, itel S23+ এর সব বৈশিষ্ট্য ইতিমধ্যেই জানা গেছে, আসুন তাহলে এই আসন্ন আইটেল ডিভাইসটির স্পেসিফিকেশনগুলির দেখে নেওয়া যাক।
Itel S23+ এর স্পেসিফিকেশন
আইটেল এস২৩ প্লাস-এ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) কার্ভড এজ ডিসপ্লে রয়েছে। এটি ফুলএইচডি+ রেজোলিউশন, ৯৯ শতাংশ, ডিসিআই-পি৩ কালার গ্যামট, ৫০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা অফার করে। আকষর্ণীয়ভাবে, এটি একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত আইটেলের প্রথম স্মার্টফোন। এস২৩ প্লাস-এ ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৬১৬ চিপসেট, যা ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজের সাথে যুক্ত৷
ফটোগ্রাফির জন্য, আইটেল এস২৩ প্লাস-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি সহায়ক লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, আইটেল এস২৩ প্লাস ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এছাড়াও, Itel S23+ ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক আইটেল ওএস ১৩ (Itel OS 13) কাস্টম সফ্টওয়্যার স্ক্রিনে রান করে এবং এটি একটি আইভানা জিপিটি এআই-ভিত্তিক ভয়েস অ্যাসিসট্যান্টের সাথে এসেছে। এর স্ক্রিনে একটি ডায়নামিক বার ফিচারও রয়েছে, যা Apple iPhone-এ উপলব্ধ ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতোই কাজ করে। নোটিফিকেশন ছাড়াও, এটি রিমাইন্ডার এবং ব্যাটারির স্ট্যাটাসও দেখায়।
Itel S23+ এর মূল্য
আফ্রিকাতে, itel S23+ এর দাম রাখা হয়েছে প্রায় ১১২ ইউরো (আনুমানিক ৯,৯৬৫ টাকা)। এটি দুটি কালার অপশনে এসেছে - লেক সায়ান এবং এলিমেন্টাল ব্লু। আফ্রিকাতে itel S23+ এর ওপর তিন বছরের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে এবং ছয় মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টও অফার করছে আইটেল। ভারতে এই ফোনটির মূল্য ১৫,০০০ টাকার মধ্যেই থাকবে বলে অনুমান করা হচ্ছে।