Itel S25 ও S25 Ultra স্যামসাংয়ের আগেই Galaxy S25 সিরিজের মতো ডিজাইন সহ লঞ্চ হল
itel S25 and itel S25 Ultra Launched - আইটেল এস২৫ সিরিজ ফিলিপাইনের বাজারে পা রেখেছে। আইটেল নাম থেকে ডিজাইন সবই আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের ফোনের থেকে অনুকরণ করার চেষ্টা করলেও কিছু ভিন্নতা রয়েইছে। যেমন একটি অভিনব রিং লাইট ফ্ল্যাশ, এছাড়া লুক বজায় রাখার জন্য একটি সেকেন্ডারি ফ্ল্যাশও রয়েছে।
Samsung Galaxy S25 সিরিজের জন্য ২০২৫ সাল অবধি অপেক্ষা করতে হবে। তবে বাজেট স্মার্টফোন ব্র্যান্ড, itel ইতিমধ্যেই তাদের S25 সিরিজটি লঞ্চ করে ফেলল। এই লাইনআপে রয়েছে দুটি হ্যান্ডসেট, itel S25 এবং S25 Ultra। তবে শুধু নামে নয়, স্যামসাংয়ের এস সিরিজের ফোনের সাথে এই ডিভাইসগুলির ডিজাইনেও মিল রয়েছে। কিন্তু মনে রাখবেন এগুলি বাজেট রেঞ্জের, ফলে ফোনগুলি একই রকমের হার্ডওয়্যার অফার করে না। আসুন itel S25 এবং S25 Ultra মডেলের দাম এবং স্পেসিফিকেশন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
itel S25 ও itel S25 Ultra ফোনের স্পেসিফিকেশন
আইটেল এস২৫ সিরিজ ফিলিপাইনের বাজারে পা রেখেছে। আইটেল নাম থেকে ডিজাইন সবই আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের ফোনের থেকে অনুকরণ করার চেষ্টা করলেও কিছু ভিন্নতা রয়েইছে। যেমন একটি অভিনব রিং লাইট ফ্ল্যাশ, এছাড়া লুক বজায় রাখার জন্য একটি সেকেন্ডারি ফ্ল্যাশও রয়েছে। স্ট্যান্ডার্ড আইটেল এস২৫ ফোনে ফ্ল্যাট অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেখা যায়, যেখানে এস২৫ আল্ট্রা একটি ডুয়েল-টোন কালার স্কিম সহ কার্ভড অ্যামোলেড স্ক্রিন বিদ্যমান।
এদিকে আইটেল এস২৫ মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ফোনে থাকা প্রসেসরটির নাম এখনও জানা যায়নি, তবে এটি ইউনিসক টি৬১২ চিপসেট হতে পারে। ফটোগ্রাফির জন্য, ফোনটির সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অবস্থান করছে। এতে সাউন্ডের জন্য ডিটিএস অডিও এবং পাওয়ার ব্যাকআপের জন্য বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে৷ তবে এই মডেলে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে কিনা জানা যায়নি। আইটেল এস২৫ আইপি৫৪ স্প্ল্যাশ রেজিস্ট্যান্সের সাথে এসেছে।
অন্যদিকে, আইটেল এস২৫ আল্ট্রা একটু ভালো স্পেসিফিকেশন অফার করে। এর স্ক্রিনটি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের মতো একই ডিসপ্লে সাইজ এবং রিফ্রেশ রেট সহ এসেছে, কিন্তু এতে কর্নিং গরিলা গ্লাস ৭আই (ভিকটাস গ্লাসের একটি কম শক্তিশালী সংস্করণ) এর সুরক্ষা উপস্থিত। ফোনটিতে ইউনিসক টি৬২০ চিপসেট রয়েছে। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যায়। সিকিউরিটির জন্য এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। আর আল্ট্রা সংস্করণটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য উন্নততর আইপি৬৪ রেটিং প্রাপ্ত বডি অফার করে।
আইটেল এস২৫ এবং আইটেল এস২৫ আল্ট্রা ফোনের মূল্য এবং লভ্যতা
আইটেল এস২৫ ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫,৭৯৯ ফিলিপাইন পেসো (প্রায় ৮,৩৭৫ টাকা)। যেখানে, আইটেল এস২৫ আল্ট্রা ফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ১০,৯৯৯ ফিলিপাইন পেসো (প্রায় ১৫,৯০০ টাকা)।
আইটেল এস২৫ ইতিমধ্যেই প্রি-অর্ডারের জন্য উপলব্ধ, তবে আল্ট্রা মডেলটির প্রি অর্ডার আগামীকাল (১০ নভেম্বর) শুরু হবে। আইটেল এস২৫ তিনটি কালার অপশনে পাওয়া যাবে - ব্রোমো ব্ল্যাক, ম্যাম্বো মিন্ট এবং সাহারা গ্লিম। অন্যদিকে, এস২৫ আল্ট্রা মিটিওর টাইটেনিয়াম, ব্রোমো ব্ল্যাক এবং কমোডো ওশান কালার ভ্যারিয়েন্টে এসেছে।
itel S25 and itel S25 Ultra Launched - আইটেল এস২৫ সিরিজ ফিলিপাইনের বাজারে পা রেখেছে। আইটেল নাম থেকে ডিজাইন সবই আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের ফোনের থেকে অনুকরণ করার চেষ্টা করলেও কিছু ভিন্নতা রয়েইছে। যেমন একটি অভিনব রিং লাইট ফ্ল্যাশ, এছাড়া লুক বজায় রাখার জন্য একটি সেকেন্ডারি ফ্ল্যাশও রয়েছে।