Itel: রেডমি, স্যামসাংকে টেক্কা দিতে ৮০০০ টাকার কমে নতুন ফোন আনছে আইটেল

আইটেল (itel) ফিচার ফোন নির্মাতা হিসেবে সুপরিচিত হলেও, এই ব্র্যান্ডের বাজেট রেঞ্জের স্মার্টফোনগুলিও বাজারে বেশ জনপ্রিয়।...
Anwesha Nandi 13 Sept 2022 10:27 PM IST

আইটেল (itel) ফিচার ফোন নির্মাতা হিসেবে সুপরিচিত হলেও, এই ব্র্যান্ডের বাজেট রেঞ্জের স্মার্টফোনগুলিও বাজারে বেশ জনপ্রিয়। ইদানিং জল্পনা চলছে যে, এই সংস্থাটি শীঘ্রই ভারতের বাজারে একটি নতুন ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ আর এখন একটি নতুন রিপোর্টে এই আইটেল হ্যান্ডসেটটির একটি প্রচারমূলক ছবি শেয়ার করা হয়েছে, যা এর ডিজাইনটি প্রদর্শন করেছে। এছাড়াও, রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে যে, এটি Itel Vision সিরিজের একটি অংশ হিসেবে বাজারে আসতে চলেছে।

Itel ভারতে আনছে তাদের Vision সিরিজের নতুন বাজেট স্মার্টফোন

৯১মোবাইল (91Mobiles)-এর রিপোর্টে আসন্ন আইটেল ভিশন সিরিজে অন্তর্ভুক্ত একটি নতুন ডিভাইসের প্রোমোশনাল ইমেজ ফাঁস করা হয়েছে। এই চিত্রটি স্মার্টফোনের ফ্রেন্ড এবং রিয়ার উভয় প্যানেলের ডিজাইন প্রদর্শন করেছে। ইমেজ অনুযায়ী, এর ব্যাক প্যানেলে উল্লম্বভাবে সজ্জিত ডুয়েল ক্যামেরা সেটআপের পাশাপাশি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যাবে। অন্যদিকে, ফ্রন্ট প্যানেলে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটার ড্রপ নচ এবং পাতলা বেজেল রয়েছে।

প্রসঙ্গত, ফাঁস হওয়া টিজার ইমেজটিতে আইটেল ডিভাইসটিকে ব্লু কালার ভ্যারিয়েন্টে দেখা গেছে। এছাড়া রিপোর্টে বলা হয়েছে যে, নতুন ভিশন সিরিজের হ্যান্ডসেটটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে স্মার্ট ফোনটির অন্যান্য মূল স্পেসিফিকেশনগুলি এখনও অজানাই রয়েছে।

যদিও, ফাঁস হওয়া টিজার ইমেজটিই নিশ্চিত করেছে যে, itel Vision সিরিজের নয়া মডেলটি কমপক্ষে ৩ জিবি র‍্যামের সাথে বাজারে উপলব্ধ হবে এবং এতে আরও ৩ জিবি ভার্চুয়াল র‍্যামও সাপোর্ট করবে। ভারতে এই আইটেল ফোনটির দাম ৮,০০০ টাকার নীচেই থাকবে, অর্থাৎ এটি একটি সাশ্রয়ী হ্যান্ডসেট যা বাজেট সেগমেন্টকে উদ্দেশ্য করে লঞ্চ করা হবে৷ এদেশে ১০,০০০ টাকার নীচে বহু হ্যান্ডসেটই আইটেল লঞ্চ করেছে এবং নতুন মডেলটির মাধ্যমে সংস্থা তাদের পোর্টফোলিওকে আরও প্রসারিত করতে উদ্যোগী হয়েছে।

Show Full Article
Next Story