JBL Live Pro 2: দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি, জেবিএল আনল প্রিমিয়াম ইয়ারফোন

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল JBL সংস্থার নতুন JBL Live Pro 2 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। এতে রয়েছে অ্যাডাপটিভ...
techgup 19 July 2022 8:33 PM IST

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল JBL সংস্থার নতুন JBL Live Pro 2 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। এতে রয়েছে অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার এবং কোম্পানির সিগনেচার সাউন্ড উৎপন্ন করার বিশেষ ক্ষমতা। তাছাড়া ইয়ারফোনটি একক চার্জে ৪০ ঘণ্টা রানটাইম অফার করবে বলে দাবি করেছে সংস্থাটি। উপরন্তু জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটি IPX5 রেটিং প্রাপ্ত। চলুন দেখে নেওয়া যাক নতুন JBL Live Pro 2 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

JBL Live Pro 2 ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নতুন জেবিএল লাইফ প্রো ২ ইয়ারফোনের প্রারম্ভিক দাম ধার্য করা হয়েছে ১৩,৯৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইট JBL.com ছাড়াও হারমান ব্র্যান্ড স্টোর এবং সব ধরনের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম এবং রিটেল স্টোর থেকে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারফোনটি।

JBL Live Pro 2 ইয়ারফোনের ফিচার ও স্পেসিফিকেশন

আগেই বলা হয়েছে জেবিএল লাইফ প্রো ২ ইয়ারফোন অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার অফার করবে। সাথে থাকবে স্মার্ট অ্যাম্বিয়েন্ট মোড, যা ব্যবহারকারীকে চারপাশের আওয়াজ সম্পর্কে সচেতন রাখবে। এছাড়া ইয়ারফোনটি সংস্থার সিগনেচার সাউন্ড অফার করতে সক্ষম। এর জন্য ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ১১ এমএম ডাইনামিক ড্রাইভার। তাছাড়া এটি 'স্টিক' ডিজাইনের সাথে এসেছে। আবার জেবিএল হেডফোন অ্যাপের মাধ্যমে ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু করে ইয়ারফোনটি নিয়ন্ত্রণ করা সম্ভব।

তদুপরি, কোম্পানিটি দাবি করেছে JBL Live Pro 2 ইয়ারফোনের ছটি ইনবিল্ট মাইক্রোফোন বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াবে এবং ব্যবহারকারীকে সুস্পষ্ট কল এক্সপেরিয়েন্স দিতে সাহায্য করবে। তাছাড়া, ইয়ারফোনটি গুগল ফার্স্ট পেয়ার এবং ডুয়াল কানেক্ট সাপোর্টসহ এসেছে। এবার আলোচনা করা যাক ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে। একবার চার্জে ইয়ারফোনটি একটানা ৪০ ঘণ্টা পর্যন্ত রানটাইম অফার করবে। শুধু তাই নয়, ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় মাত্র ১৫ মিনিট চার্জে এটি ৪ ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। সর্বোপরি, জল থেকে সুরক্ষা দিতে ইয়ারফোনটিকে IPX5 রেটিং সহ আনা হয়েছে।

Show Full Article
Next Story