সবার হাতে থাকবে Jio -র 5G স্মার্টফোন, সাশ্রয়ী মূল্যে কোয়ালকম প্রসেসর সহ লঞ্চ হচ্ছে

JioPhone 5G তৈরির জন্য সংস্থাটি ইতিমধ্যেই আমেরিকার কোয়ালকম ও স্মার্টফোন যন্ত্রাংশ সরবরাহকারীদের সাথে কথা বলছে।

Ankita Mondal 23 Nov 2024 10:46 AM IST

রিলায়েন্স জিও 2G ও 3G গ্রাহকদের 4G নেটওয়ার্ক ব্যবহারের স্বাদ দিতে JioPhone নিয়ে এসেছিল। এই ফোন বাজারে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, তারা ১৩.৫ কোটি এই সস্তা ফোন এতদিন বিক্রি করেছে। পাশাপাশি ইকোনমিক টাইমস কে সংস্থার এক প্রতিনিধি নিশ্চিত করেছেন যে, শীঘ্রই তারা 5G ফোন আনতে চলেছে। JioPhone 5G তৈরির জন্য সংস্থাটি ইতিমধ্যেই আমেরিকার কোয়ালকম ও স্মার্টফোন যন্ত্রাংশ সরবরাহকারীদের সাথে কথা বলছে।

কোয়ালকমের সাথে চুক্তি করেছে Jio

নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিনিধি বলেছে যে, "নতুন স্মার্টফোনের জন্য আমরা পার্টনার ব্র্যান্ড ও ডিভাইস নির্মাতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা শুনতে চেয়েছি তারা একটি স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক সাপোর্ট যুক্ত 5G স্মার্টফোন উৎপাদনে কীভাবে সাহায্য করতে পারবে। সাশ্রয়ী মূল্যে 5G স্মার্টফোন আনতে কোয়ালকমের সাথে ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছি।"

Redmi A4 5G ফোনের সাথে টক্কর চলবে

জিওফোন 5G এর সাথে সদ্য ভারতে লঞ্চ হওয়া রেডমি 5G ফোনের প্রতিদ্বন্দ্বিতা হবে বলে অনুমান করা হচ্ছে। কারণ রেডমির ডিভাইসটির দাম ৮,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। আর এতেও স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক সাপোর্ট করে। জিও -র ডিভাইসটিও সস্তায় বাজারে আসবে এবং এটিও স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক ভিত্তিক হবে। ফলে এই ফোনে এয়ারটেলের 5G পরিষেবা ব্যবহার করা যাবে না, কারণ ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটরটি নন-স্ট্যান্ডঅ্যালোন পরিষেবা দেয়।

আগেই গ্রাহকদের জন্য এসেছে JioBharat ফিচার ফোন

জানিয়ে রাখি, জিও আগেই 4G নেটওয়ার্ক সাপোর্ট যুক্ত জিওভারত ফিচার ফোন ভারতে লঞ্চ করেছে। যারা স্মার্টফোন কিনতে চাইছেন না কিন্তু পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহার করতে চান তাদের জন্য এই ফিচার ফোন আদর্শ। এই ডিভাইসগুলিতে ইউপিআই পেমেন্ট, ইন্টারনেট সাপোর্ট করে। পাশাপাশি ইউটিউব সহ জিও টিভি চলে। জিওভারত ফোনের দাম ৮৯৯ টাকা। এর জন্য ১২৩ টাকর প্ল্যান রিচার্জ করতে হয়।

Show Full Article
Next Story