Jio আনছে সবচেয়ে সস্তা 5G ফোন, দাম শুরু হতে পারে মাত্র ৮০০০ টাকা থেকে

একথা ইতিমধ্যেই প্রায় সকলেই জেনে গিয়েছেন যে, //আগামী মাসেই গোটা দেশজুড়ে রোলআউট হতে চলেছে পঞ্চম প্রজন্মের দুরন্ত গতির...
techgup 27 Sept 2022 6:35 PM IST

একথা ইতিমধ্যেই প্রায় সকলেই জেনে গিয়েছেন যে, //আগামী মাসেই গোটা দেশজুড়ে রোলআউট হতে চলেছে পঞ্চম প্রজন্মের দুরন্ত গতির ৫জি (5G) পরিষেবা। তাই লঞ্চ হওয়া মাত্রই এই 'রকেট' গতির নেট সার্ভিসের মজা উপভোগ করার জন্য হালফিলে অনেকেই একট সেক্ষেত্রে আপনি যদি আগামী দিনে একটি দেশীয় 5G স্মার্টফোন কিনতে আগ্রহী হন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে Google (গুগল)-এর সাথে হাতে হাত মিলিয়ে Jio (জিও) তাদের অতি সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। ফলে দুরন্ত গতির নেটওয়ার্ক ব্যবহার করতে হলে Jio-র এই সাশ্রয়ী মূল্যের ডিভাইসটিই যে ভারতীয় আমজনতার জন্য এককথায় আদর্শ হবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

উল্লেখ্য যে, গত আগস্টের শেষের দিকে অনুষ্ঠিত হওয়া Reliance industries (আরআইএল বা RIL)-এর ৪৫ তম বার্ষিক সাধারণ সভায় (AGM) সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন যে, জিও ভারতে একটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোন চালু করার জন্য গুগলের সাথে কাজ করছে। তবে উক্ত ইভেন্টটিতে ডিভাইসটির স্পেসিফিকেশন, ফিচার বা দাম সংক্রান্ত কোন তথ্যই সংস্থাটি জনসমক্ষে আনেনি। তবে সম্প্রতি একটি রিপোর্টে আসন্ন এই স্মার্টফোনটির দাম এবং ফিচার সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ইঙ্গিত পাওয়া গেছে। আসুন, জিও-র এই নবাগত স্মার্টফোনটির সম্পর্কে জেনে নেওয়া যাক।

Jio-র নতুন 5G ফোনের সম্ভাব্য দাম

সম্প্রতি কাউন্টারপয়েন্ট রিসার্চ (Counterpoint Research), দ্য ইকোনমিক টাইমস (The Economic Times)-এর একটি প্রতিবেদনকে উদ্ধৃত করে বলেছে যে, জিও-র আসন্ন ৫জি ডিভাইসটির দাম ৮,০০০ টাকা থেকে ১২,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে, জিও ভারতের একটি বড়ো অঞ্চলে সফলভাবে তাদের ৫জি পরিষেবা রোলআউট করার পরেই এই ডিভাইসটি মার্কেটে লঞ্চ করবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, বিগত বেশ কয়েক বছর ধরেই স্মার্টফোন মার্কেটে একের পর এক নয়া বিপ্লবের সূচনা করছে জিও। সর্বপ্রথম ২০১৬ সালে ৪জি নেটওয়ার্ক এনে দেশে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল সংস্থাটি। তারপর দীর্ঘদিন ধরে অন্যান্য বেসরকারি টেলিকম কোম্পানিগুলির চাইতে কম দামে একাধিক রিচার্জ প্ল্যান অফার করে সংস্থাটি ইতিমধ্যেই বহু সংখ্যক ভারতীয় গ্রাহকদের মনের মণিকোঠায় পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। সেক্ষেত্রে জিও-র এই আসন্ন ৫জি স্মার্টফোন যে বহুল সংখ্যক ভারতীয়দের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে, তা নিঃসন্দেহে ধরে নেওয়া যেতেই পারে।

কম দামে 5G-তে আপগ্রেড করার সহজ বিকল্প হতে পারে Jio-র নতুন স্মার্টফোন

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, গত বছরের শেষের দিকে সস্তার ৪জি স্মার্টফোন (Most Affordable 4G Smartphone) জিওফোন নেক্সট (JioPhone Next) লঞ্চ করার সময় জিও-র যেরকম স্ট্রাটেজি ছিল, আসন্ন ৫জি স্মার্টফোন লঞ্চের ক্ষেত্রেও সংস্থাটির স্ট্র্যাটেজি ঠিক সেরকমই থাকবে। এর আগে গ্রাহকদেরকে কম খরচে ২জি (2G) থেকে ৪জি নেটওয়ার্কে আপগ্রেড করানোর লক্ষ্যে সংস্থাটি সস্তা ৪জি ফোন লঞ্চ করেছিল। আর এবার আবার ৪জি ইউজারদেরকে ৫জি সার্ভিস ব্যবহারে উদ্বুদ্ধ করার পাশাপাশি নিজেদের ৫জি-র গ্রাহকসংখ্যা আরও বাড়ানোর জন্য সংস্থাটি সাশ্রয়ী মূল্যে ৫জি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মূল ব্যাপারটা হল, নিজেদের ইউজারবেস বাড়ানোর পাশাপাশি কম খরচে গ্রাহকদেরকে উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য সংস্থাটি বরাবর যে ধরনের স্ট্র্যাটেজির ওপর ভর করে অগ্রসর হচ্ছিল, এখনও সংস্থাটির লক্ষ্য অনেকটা সেরকমই রয়েছে।

Jio-র 5G প্ল্যান হবে বর্তমান 4G প্ল্যানের তুলনায় বেশ খানিকটা দামি

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, জিও-র আসন্ন ৫জি প্ল্যানগুলি বর্তমান ৪জি প্ল্যানের থেকে ২০ শতাংশ বেশি দামি হতে পারে। কারণ সংস্থাটি ২০২৪ সালের মধ্যে ব্যবহারকারী পিছু গড় আয় (ARPU) বাড়িয়ে ১৮৮ টাকা এবং ২০২৫ সালের মধ্যে তা প্রতি মাসে ২০৮ টাকার কাছাকাছি করার পরিকল্পনা করছে।

Jio-র নতুন 5G ফোনের সম্ভাব্য ফিচারসমূহ

জিও-র ৫জি ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি+ (১৬০০x৭২০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। গুগলের অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) ভিত্তিক কাস্টম ওএস দ্বারা চালিত এই ৫জি হ্যান্ডসেটটিতে মিলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ চিপসেট, ৪ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়া ক্যামেরার কথা বললে, ডিভাইসটির রিয়ার প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ এবং সামনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে। আর পাওয়ার ব্যাকআপের জন্য জিও-র এই ফোনটিতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Show Full Article
Next Story