Jio Bharat B2: জিও ভারতে আনছে ভারত বি২ ফিচার ফোন, পেল BIS থেকে অনুমোদন
অতি সাশ্রয়ী মূল্যের ফিচার ফোনের সেগমেন্টে Reliance Jio বেশ জনপ্রিয়। সংস্থাটি সম্প্রতি দেশে Jio Bharat 4G ও Bharat V2...অতি সাশ্রয়ী মূল্যের ফিচার ফোনের সেগমেন্টে Reliance Jio বেশ জনপ্রিয়। সংস্থাটি সম্প্রতি দেশে Jio Bharat 4G ও Bharat V2 লঞ্চ করেছে। এছাড়াও Jio শীঘ্রই আরেকটি মডেলটি বাজার আনতে চলেছে। তবে এর নাম এখনও জানা যায়নি। যদিও রিপোর্ট অনুযায়ী ফোনটির নাম রাখা হবে Jio Bharat B2। আজ JBB121B1 মডেল নম্বর সহ বিআইএস সার্টিফিকেশন সাইটে এই ডিভাইসটিকে খুঁজে পাওয়া গেছে।
নতুন Jio Phone শীঘ্রই লঞ্চ হতে চলেছে
৯১মোবাইলস তাদের রিপোর্টে বলেছে যে, নতুন জিও হ্যান্ডসেটটি নাম রাখা হতে পারে Jio Bharat B2। শীঘ্রই এই ফোনের বিভিন্ন ফিচার সামনে আসবে বলে আশা করা যায়। আপাতত BIS সার্টিফিকেশন সাইট থেকে এর মডেল নম্বর প্রকাশ্যে এসেছে।
Jio Bharat এর ফিচার
জিও ভারত ফিচার ফোনটি ৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল এবং এই ফোনটি দুটি রঙের বিকল্পে উপলব্ধ: লাল এবং নীল। এআ হ্যান্ডসেটে ২.৪ ইঞ্চি টিএফটি ডিসপ্লে আছে। আর স্ক্রিনের নিচে কিপ্যাড রয়েছে। পিছনে পাওয়া যাবে ভিজিএ ক্যামেরা এবং ২,০০০ এমএএইচ ব্যাটারি। জিও ভারত ফিচার ফোনে JioSaavn এবং JioCinema অ্যাপ সাপোর্ট করে।
শুধু তাই নয়, এই ফোনে ইউপিআই পেমেন্টের সুবিধাও আছে, যার মাধ্যমে আপনি অর্থ প্রদান করতে পারবেন। আর জিও ভারত ফিচার ফোনে রয়েছে টর্চলাইট, এফএম রেডিও এবং ব্লুটুথ কানেক্টিভিটি।