সস্তা Jio Phone 5G কেনার জন্য অপেক্ষা করছেন? তাহলে অবশ্যই পড়ুন

গত কয়েক সপ্তাহ ধরেই জোর জল্পনা চলছে যে, দেশের জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Relience Jio) অত্যন্ত স্বল্প...
Ananya Sarkar 15 Oct 2022 11:12 PM IST

গত কয়েক সপ্তাহ ধরেই জোর জল্পনা চলছে যে, দেশের জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Relience Jio) অত্যন্ত স্বল্প মূল্যে Jio Phone 5G শীঘ্রই বাজারে লঞ্চ করবে। তবে এখন শোনা যাচ্ছে যে, বহু প্রতীক্ষিত এই হ্যান্ডসেটটি খুব শীঘ্রই ভারতীয় ক্রেতাদের কাছে হাতে পৌঁছাবে না। কোম্পানি বর্তমানে এই ডিভাইসটি লঞ্চ করার পরিবর্তে আসন্ন দীপাবলির মধ্যে জিও ৫জি পরিষেবা চালু করা এবং নেটওয়ার্ক সম্প্রসারণের দিকেই মনোনিবেশ করছে।

Jio Phone 5G: এখনই আসছে না ভারতের বাজারে

দ্য মোবাইল ইন্ডিয়ান একটি সূত্র মারফৎ জানতে পেরেছে যে, জিও ফোন ৫জি-কে এখনও কোনও বাস্তব ডিভাইস বলা যায় না, যা গ্রাহকদের হাতে পৌঁছে যাবে, অন্তত অদূর ভবিষ্যতে তো নয়ই। তাই শীঘ্রই রিলায়েন্স জিও-এর তরফে এটি দেশে লঞ্চ করার সম্ভাবনা খুবই কম। এছাড়াও আরেকটি সূত্র জানিয়েছে যে, জিও-তে, ৫জি স্মার্টফোন সহ বিভিন্ন ডিভাইস নিয়মিত পরীক্ষা করা হয়, কিন্তু এর মানে এই নয় যে সমস্ত ডিভাইসই সংস্থাটি গ্রাহকদের কাছে পৌঁছে দেবে।

জানিয়ে রাখি, ভারতে প্রতিটি নাগরিককে ইন্টারনেটের সাথে সংযুক্ত করা এবং জিও নেটওয়ার্কে নিয়ে আসার জন্য কোম্পানির উদ্দেশ্যের একটি অংশ হিসেবে ২০১৭ সালের আগস্ট মাসে জিও ফোন লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি ভিওএলটিই সাপোর্ট সহ একটি ৪জি কানেক্টিভিটি যুক্ত ফোন ছিল। তেমনভাবেই, জিও যেহেতু তার ৫জি পরিষেবা চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাই আশা করা হচ্ছিল যে কোম্পানিটি বাজারে একটি সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোন সরবরাহ করতে জিও ফোন ৫জি লঞ্চ করবে। কিন্তু এখন এই সম্ভাবনাটি বাস্তব হবে বলে মনে করা হচ্ছে না। তবে, এর মানে এও নয় যে, ৫জি সাপোর্ট সহ একটি জিও ফোন ভবিষ্যতে আসবে না। শোনা যাচ্ছে যে, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড (Reliance Jio Infocomm Limited) জিও ফোনের ৫জি সংস্করণে কাজ করছে, তবে এটি এখনও বিকাশ এবং পরীক্ষার একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে।

বলাই বাহুল্য, জিও ভারতের একটি অত্যন্ত জনপ্রিয় টেলিকম অপারেটর, যাদের মূল কাজ হল ভারতে সকল ২২টি টেলিকম সার্কেল জুড়ে এলটিই নেটওয়ার্ক কভারেজ প্রদান করা। বর্তমানে, এটি ৪জি এবং ৪জি+ পরিষেবাগুলি অফার করে এবং এবছর দীপাবলির মধ্যে, জিও-এর ৫জি পরিষেবাগুলিও নির্বাচিত শহরগুলিতে চালু হবে৷

প্রসঙ্গত, যদি কোম্পানি মনে করে যে ভারতে ৫জি নেটওয়ার্কের যথেষ্ট কভারেজ থাকার পরেও ৫জি স্মার্টফোনের দাম বাজেট রেঞ্জের মধ্যে আসছে না। অর্থাৎ, জিও যদি দেখে ৫জি স্মার্টফোনের দামের কারণে ৫জি পরিষেবা গ্রহণ করা ধীর হচ্ছে, সেক্ষেত্রেই তারা তাদের ভারতীয় বাজারে Jio Phone 5G উন্মোচন করতে পারে। আর এই পদক্ষেপটি অন্যান্য মোবাইল ব্র্যান্ডগুলিকেও সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোন নিয়ে আসার জন্য প্রভাবিত করবে৷ এটি লক্ষনীয় যে, এই কৌশলটি ৪জি-এর সময়ও গৃহীত হয়েছিল এবং জিও তাদের এই ৪জি স্মার্টফোনটি তৈরি করা বন্ধ করে দেয় যখন ৫,০০০ টাকার কম দামী ৪জি হ্যান্ডসেটে বাজারে ছেয়ে গিয়েছিল।

উল্লেখ্য, Jio Phone 5G সম্পর্কিত রিপোর্টগুলি দাবি করেছে যে, এটি ৬.৫০ ইঞ্চির ডিসপ্লে, ৪ জিবি র‍্যাম এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। ক্যামেরার ক্ষেত্রে, এই ডিভাইসে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story