Jovi Y39 5G নামে বাজারে আসছে Vivo-র নতুন ফোন, দেখা গেল Geekbench-এ

জভি Y39 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। এখানে ডিভাইসটি 8 জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে।

Julai Mondal 26 Dec 2024 11:58 PM IST

গত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল যে Vivo তাদের নতুন সাব ব্র্যান্ড Jovi এর অধীনে ফোন লঞ্চ করতে চলেছে। এই দাবি যে মিথ্যা ছিল না তা এখন প্রমাণিত হল। আসলে Jovi Y39 5G নামে আজ একটি নয়া স্মার্টফোনকে আজ বেঞ্চমার্ক সাইট Geekbench-এ খুঁজে পাওয়া গেছে। মাইস্মার্টপ্রাইস তাদের রিপোর্টে দাবি করেছে যে এটি সাশ্রয়ী মূল্যের 5G ফোন হবে। আসুন বেঞ্চমার্ক সাইট থেকে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Jovi Y39 5G স্মার্টফোন উপস্থিত হল Geekbench-এ

রিপোর্ট অনুযায়ী V2444A মডেল নম্বর সহ ভিভোর একটি ফোন গিকবেঞ্চ সাইটে উপস্থিত হয়েছে। এই ডিভাইসের নাম রাখা হবে জভি Y39 5G। এতে অক্টা কোর প্রসেসর দেওয়া হবে, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.21 গিগাহার্টজ। এতে অ্যাড্রেনো 613 জিপিইউ থাকবে। এটি স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর হতে পারে। অর্থাৎ এই ডিভাইসে 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে।

গিকবেঞ্চ থেকে আরও জানা গেছে যে, জভি Y39 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। এখানে ডিভাইসটি 8 জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও লঞ্চের সময় এর আরও অনেক র‌্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে। বেঞ্চমার্কে সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে স্মার্টফোনটি যথাক্রমে 912 ও 2214 স্কোর করেছে।

যদিও এছাড়া ফোনটি সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। আশা করা যায় শীঘ্রই একে অন্যান্য সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং সেখান থেকে এর বিভিন্ন স্পেসিফিকেশন সামনে আসবে। উল্লেখ্য, ভিভো কিছুমাস আগে জানিয়েছিল যে তারা নতুন ব্র্যান্ডের অধীনে একটি সাশ্রয়ী মূল্যের 5G ফোনের উপর কাজ করছে। আমাদের অনুমান এটিই Jovi Y39 5G নামে লঞ্চ হবে।

Show Full Article
Next Story