iPhone 14 Pro: সস্তায় আইফোন কিনতে দুবাই পাড়ি যুবকের, টিকিট কিনতেই খরচ ৪০ হাজার

বাজারে যত বেশি দামী স্মার্টফোনেই বিক্রি হোক না কেন, গ্রাহকমহলে আইফোন (iPhone)-এর 'ক্রেজ' (craze) সবসময়ই তুঙ্গে থাকে।...
Anwesha Nandi 19 Sept 2022 3:38 PM IST

বাজারে যত বেশি দামী স্মার্টফোনেই বিক্রি হোক না কেন, গ্রাহকমহলে আইফোন (iPhone)-এর 'ক্রেজ' (craze) সবসময়ই তুঙ্গে থাকে। কিন্তু প্রিমিয়াম ফিচার পেতে বা স্ট্যাটাস সেগমেন্ট বজায় রাখতে, যদি কেউ এই আধ খাওয়া আপেলের লোগোযুক্ত হ্যান্ডসেট কেনার চক্করে সাত সমুদ্র পাড়ি দেন – তাহলে তা বেশ জমজমাট গল্প হতে পারে বৈকি! আসলে এমাসের শুরুতেই মোটা দামের ট্যাগসহ iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro (আইফোন ১৪ প্রো) এবং iPhone 14 Pro Max নামের চারটি আইফোন লঞ্চ হয়েছে। কিন্তু লঞ্চের সাথে সাথেই তো ভারতে এগুলি পাওয়া যাবে না, তাই লেটেস্ট iPhone 14 সিরিজের 'Pro' (iPhone 14 Pro) মডেলটি কিনতে সুদূর দুবাই পাড়ি দিয়ে ফেলেন কেরালার কোচি নিবাসী এক ব্যক্তি! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটি একেবারে সত্যি ঘটনা। ধীরাজ পাল্লিয়িল (Dheeraj Palliyil) নামের এক ব্যবসায়ী যুবক লেটেস্ট আইফোন হাতে পেতে এতটাই উত্তেজিত ছিলেন যে, শুধু ফোন কেনার জন্য তিনি গত ৮ই সেপ্টেম্বর (মানে iPhone 14 সিরিজ লঞ্চের ঠিক পরদিন) আরবের এই বিখ্যাত শহরটিতে গিয়ে হাজির হন। তবে শখের আইফোন তাড়াতাড়ি হাতের মুঠোয় পেতে তাঁকে দিতে হয় লম্বা লাইন।

চারদিন লাইনে দাঁড়িয়ে তবেই হাতে মিলেছে iPhone 14 Pro

ভারতের বাজারে আইফোন ১৪ সিরিজের নতুন মডেলগুলি আগামী মাসে অর্থাৎ অক্টোবরে ডিসপ্যাচ হবে। কিন্তু আইফোনের চরম ভক্তদের কাছে তা যে অনেকটা সময়, তা প্রমাণ করে দিয়েছেন কোচির ধীরাজ। তাঁর ইনস্টাগ্রাম (Instagram) পোস্ট অনুযায়ী, আইফোন ১৪ প্রো-র ৫১২ জিবি মডেল কেনার জন্য তিনি দুবাই ভ্রমণ করেন। তবে এক্ষেত্রে তাঁকে দুবাইয়ের মিরডিফ সিটি সেন্টারের একটি প্রিমিয়াম অ্যাপল রিসেলারের স্টোরে টানা চারদিন লাইন দিতে হয়, যারপর তিনি বেশ কিছুটা কম দামে ফোনটি কিনতে পারেন। আসলে ভারতে ৫১২ জিবি স্টোরেজের আইফোন ১৪ প্রো-র দাম ১,৫৯,৯০০ টাকা, কিন্তু ধীরাজ দুবাইয়ে এটি কিনেছেন ৫,৯৪৯ এইডি (AED)-র বিনিময়ে, ভারতীয় অঙ্কে যা প্রায় ১,২৯,০০০ টাকা।

৪০,০০০ টাকা খরচা করে দুবাই উড়ে গিয়েছিলেন ধীরাজ!

সময়ের আগে আইফোন কিনতে ধীরাজ যা করেছেন তা শুনে নিশ্চয়ই আপনাদের অবাক লাগছে, তবে যারা ভাবছেন যে তিনি সস্তায় ফোনটি পেয়েছেন – তাদের ধারণা পুরোপুরি ঠিক নয়। আসলে দুবাইয়ে আইফোন ১৪ প্রো-এর দামের ট্যাগ বেশ খানিকটা সস্তা বটে, কিন্তু এর জন্য ধীরাজের যাতায়াতে খরচ হয়েছে অতিরিক্ত ৪০,০০০ টাকা। আর ফ্লাইট টিকিটের এই দামের কারণে সব মিলিয়ে তার আইফোন কেনার ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১,৬৯,০০০ টাকা, যা আইফোন ১৪ প্রো-র দামের তুলনায় প্রায় ১০,০০০ টাকা বেশি। ফলত, খুব স্বাভাবিকভাবেই ধীরাজের গোটা কীর্তি সংবাদমাধ্যমে আলোড়ন তুলে দিয়েছে।

iPhone 14 Pro-এর স্পেসিফিকেশন

লেটেস্ট iPhone 14 Pro মডেলে রয়েছে ৬.১ ইঞ্চির অলওয়েজ অন ওলেড (OLED) পাঞ্চ হোল ডিসপ্লে। অন্যদিকে এতে Apple A16 Bionic প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে রয়েছে ৬ জিবি র‌্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৩,৬০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। এছাড়া ফটো ও ভিডিওগ্রাফির জন্য এই আইফোনে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৩এক্স (3x) জুমসহ ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউসহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখা যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাবেন ১২ মেগাপিক্সেল ট্রুডেপ্থ সেলফি ক্যামেরা।

Show Full Article
Next Story